সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৬-তে ‘সুলতান’ ছবিতে প্রথমবার অনস্ক্রিন জুটি বেঁধেছিলেন সলমন খান ও অনুষ্কা শর্মা৷ ‘৪৪০ ভোল্টের ঝটকা’য় মুগ্ধ করেছিলেন অনুগামীদের এবং কুড়িয়েছিলেন অনেক প্রশংসা৷ সেবছর বক্স অফিসেও চুটিয়ে ব্যবসা করেছিল ‘সুলতান’৷ ব্লকবাস্টার সেই ছবিতে ‘ভাইজান’ ও ‘বিরাট ঘরনি’র রসায়ন মন কেড়েছিল সকলের৷ কিন্তু এরপর প্রায় দু’বছর অতিক্রান্ত৷ ‘আবার কবে একসঙ্গে দেখা যাবে সলমন ও অনুষ্কাকে’? সেই প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছিল আপামোর অনুরাগীদের মনে৷ সূত্রের খবর, শীঘ্রই সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে৷ খুব তাড়াতাড়ি আবারও জুটি বাঁধতে চলেছেন সুলতান ও ‘আরফা’৷
[ক্যানসারে আক্রান্ত শাহিদ! কী বলছে পরিবার?]
গুজব নয়, সম্প্রতি একথা নিজের মুখেই স্বীকার করেছেন খোদ ‘দাবাং খান’৷ সলমন জানিয়েছেন, সঞ্জয়লীলা বনশালির পরবর্তী সিনেমায় আবারও অনুষ্কার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি৷ জানা গিয়েছে, সুলতানের সাফল্যে খুশি হয়ে, সলমন নিজেই এই ছবির নায়িকা হিসাবে অনুষ্কার নাম প্রস্তাব করেন৷ রাজি হয়ে যান পরিচালক বনশালিও৷ তবে এখনও চুক্তিপত্রে স্বাক্ষর করেননি অনুষ্কা শর্মা৷ শীঘ্রই মিটে যাবে এই স্বাক্ষরপর্ব৷ বনশলির ঘনিষ্ট সূত্রে খবর, ছবির চিত্রনাট্য তৈরি হয়ে গিয়েছে৷ সম্ভবত বহুচর্চিত আধ্যাত্মিক উপন্যাস ‘দি ইমমর্টাল অফ মেলুহা’র উপর ভিত্তি করেই সিনেমাটির পরিচালনা করবেন বনশালি৷ যদিও প্রথমে এই উপন্যাসটির স্বত্ব কিনেছিলেন পরিচালক করণ জোহার৷ এর উপর ভিত্তি করে ‘সুদ্ধি’ নামের একটি ছবি তৈরিরও পরিকল্পনা করেন তিনি৷ কিন্তু অবশেষে সেই পরিকল্পনা ভেস্তে যায় এবং ২০১৭-তে ‘দি ইমমর্টাল অফ মেলুহা’র স্বত্ব কেনেন পরিচালক সঞ্জয়লীলা বনশালি৷
[আম্বানিকন্যা ইশার প্রাক-বিয়ের আসরে হিলারি ক্লিন্টন, দেখুন ছবি]
১৯৯৯-এ শেষবার বনশালির ‘হম দিল দে চুকে সনম’ সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল সলমনকে৷ এরপর ২০০৭-এ তাঁর ‘সওয়ারিয়া’ ছবিতে অতিথি শিল্পী হিসাবে পর্দায় ফুটে উঠেছিলেন ভাইজান৷ ফলে একদশকেরও বেশি সময় পর আবারও জুটি বাঁধতে চলেছেন সলমন ও বনশালি৷ জানা গিয়েছে, ২০১৯-এ শুরু হতে চলেছে তাঁদের এই ছবির শুটিং এবং ২০২০-র ইদে মুক্তি পাবে ছবিটি৷ বর্তমানে সলমন ব্যস্ত রয়েছেন পরিচালক আলি আব্বাস জাফরের ‘ভারত’ সিনেমার শুটিংয়ে৷ আগামী বছর ইদে মুক্তি পাবে ছবিটি৷ এদিকে অনুষ্কা শর্মা এখন কোনও ছবির কাজে ব্যস্ত না থাকলেও, চলতি মাসের ২১ তারিখেই মুক্তি পেতে চলেছে তাঁর ‘জিরো’ ছবিটি৷ যেখানে তাঁকে অভিনয় করতে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে৷ ছবিতে রয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.