Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

‘ভারত জিতলে এই কাজটা অবশ্যই করুন’, ফাইনালের আগে মন্ত্র দিলেন সলমন

বিশ্বকাপ জ্বরে কাবু খোদ সলমন খানও!

Salman Khan addresses World Cup final clashing with Tiger 3 on Sunday | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 18, 2023 5:45 pm
  • Updated:November 18, 2023 6:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর কুড়ি আগের বদলা নিতে প্রস্তুত ভারত। গোটা দেশ তাকিয়ে রোহিত বাহিনীর দিকে। ফাইনাল মহারণে কি অজি বধ করে বিশ্বকাপ জিততে পারবে টিম ইন্ডিয়া? সেই কৌতূহলে যখন আট থেকে আশির অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে, তখন বিশ্বকাপ জ্বরে কাবু খোদ সলমন খানও (Salman Khan)!

বর্তমানে বক্স অফিসে ছুটছে ‘টাইগার ৩’র রথ। প্রথম সপ্তাহেই ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই ছবি। শাহরুখ খানের ‘পাঠান’, ‘জওয়ান’-এর রেকর্ড ছুঁতে না পারলেও বছর খানেক বাদে হিটের মুখ দেখে উচ্ছ্বসিত ভাইজানও। কিন্তু বিনোদুনিয়ায় যখন ‘টাইগার’-এর গর্জন তখন বিশ্বকাপ জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। রবিবার ফাইনাল ম্যাচের দিকেই চোখ সকলের। এদিকে বিশ্বকাপ আবহে দ্বিতীয় সপ্তাহান্তে ‘টাইগার ৩’ কতটা ব্যবসা করতে পারবে? সেই বিষয়েও বেশ উদ্বিগ্ন সিনে বাণিজ্য বিশ্লেষকরা। এবার ফাইনাল ম্যাচের আগেই ভবিষ্যদ্বাণী করে ফেললেন সলমন খান।

Advertisement

[আরও পড়ুন: দেশের বাড়ি বিক্রি দেশি গার্লের, বলিউডেও অনীহা! পাকাপাকিভাবে ভারত ছাড়লেন প্রিয়াঙ্কা?]

বলিউড সুপারস্টারের মন্তব্য, “সব ম্যাচে ভারত জিতে গিয়েছে, আর সেই আবহে ‘টাইগার ৩’ও দারুণ ব্যবসা করছে। ভারত এবার বিশ্বকাপ জিতবেই। তারপর না হয় আপনারা আবার হলে আমাদের সিনেমা দেখতে যাবেন।” অতঃপর টিম ইন্ডিয়ার হয়ে গলা ফাটানোর পাশাপাশি যে আবারও নিজের সিনেমার প্রচার করলেন ভাইজান, তা বলাই বাহুল্য।

শুক্রবার রাতে অনুরাগীদের জন্য মুম্বইয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সলমন। যেখানে ‘টাইগার’-এর সাফল্যের উদযাপন হল ঘটা করে। মঞ্চে দ্যুতি ছড়ালেন সলমন খান, ক্যাটরিনা কাইফ, ইমরান হাসমিরা (Emraan Hashmi)। আর সেখানেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে মুখ খোলেন ভাইজান।

[আরও পড়ুন: ‘কিসিং মাস্টার’ ইমরানকে প্রকাশ্যেই চুম্বন সলমনের, ‘টাইগার’-এর কীর্তিতে তাজ্জব ক্যাটরিনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement