Advertisement
Advertisement

Breaking News

‘বাহুবলী টু’-এর রেকর্ড ভাঙল সলমনের ‘টাইগার জিন্দা হ্যায়’

মুক্তির আগেই কোন রেকর্ড ভাঙল সলমন-ক্যাট জুটি?

Salman, Katrina’s ‘Tiger Zinda Hai’ sails past ‘Baahubali 2’ record
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 10, 2017 2:04 pm
  • Updated:August 17, 2021 5:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি মুক্তির এখনও এক মাসেরও বেশি সময় বাকি। তবে তার আগেই ভারতীয় চলচ্চিত্র জগতে সাড়া ফেলে দেওয়া ‘বাহুবলী টু’-কে পিছনে ফেলে দিল সলমন-ক্যাটরিনার ‘টাইগার জিন্দা হ্যায়।’ ট্রেলার মুক্তির পরই সুপারহিট সেই দক্ষিণী ছবিকে ছাপিয়ে গেল আলি আব্বাস জাফরের আপকামিং ছবি।

সেই ২০১২ সালে ‘এক থা টাইগার’-এ সল্লু-ক্যাটের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখেছিলেন দর্শকরা। তারপর বলিউডে অনেক জল গড়িয়েছে। রিয়েল লাইফে একে অপরের থেকে অনেকখানি দূরত্ব বেড়ে গিয়েছিল দুই তারকার। সলমনের জীবনে নয়া বান্ধবী হিসেবে উঠে আসে লুলিয়া ভান্তুরের নাম। আর রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ক্যাট। অফ ক্যামেরার সেসব আলোচনা ঝেড়ে ফেলে পাঁচ বছর পর ফের একসঙ্গে হিন্দি চলচ্চিত্র জগতের দুই সফল অভিনেতা-অভিনেত্রী। ‘এক থা টাইগার’ বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। আর সেই কারণেই ‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে দর্শকদের মধ্যে একটা আলাদা উন্মাদনা, প্রত্যাশা তৈরি হয়েছে। তাই ছবির ট্রেলার দেখতে মুখিয়ে ছিলেন সকলে। আর সেই ছবির ঝলক যে সিনেপ্রেমীদের দারুণ মনে ধরেছে, সে প্রমাণ মিলেছে ইতিমধ্যেই।

Advertisement

[আপত্তিকর পোজে ঐশ্বর্যের ছবি, ফটোগ্রাফারকে কী করলেন অভিষেক?]

গত সোমবারই মুক্তি পেয়েছে সলমনের ছবির ট্রেলার। বাস্তব ঘটনাকেই তুলে ধরা হচ্ছে রুপোলি পর্দায়। যেখানে আইসিস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছেন ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্যের চরিত্রে অভিনয় করা সলমন খান। আর তাঁর সঙ্গ দিচ্ছেন পাকিস্তানি গুপ্তচর ক্যাট। একটি ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ট্রেলারটি ইউটিউবে ইতিমধ্যেই ‘বাহুবলী টু’-এর রেকর্ড ভেঙে দিয়েছে। হিন্দি ছবির ট্রেলার হিসেবে ইউটিউবে সবচেয়ে বেশি লাইক পেয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’-র ঝলক। তারা জানাচ্ছে, মাত্র চারদিনে ৬ লক্ষ ৬৩ হাজারেরও বেশি লাইক পেয়েছে সল্লু মিঞার আপকামিং ছবি। যেখানে ‘বাহুবলী: দ্য কনক্ল্যুশন’ এখনও পর্যন্ত পেয়েছে ৫ লক্ষ ৪১ হাজারের বেশি লাইক। অর্থাৎ প্রভাসের জনপ্রিয়তা যে এখনও সুপারস্টার দাবাং খানের তুলনায় অনেকখানিই কম, সেটাই যেন স্পষ্ট। হবে নাই বা কেন! দর্শকদের একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে চলেছেন সলমন। রিয়েল লাইফে তাঁকে নিয়ে যতই সমালোচনা হোক, রিল লাইফে ৫২ বছরের সলমনের প্রতি ভক্তদের ভালবাসা এতটুকু কমেনি। বরং বেড়েই চলেছে।

[নায়কের প্রেমে পাগল হয়ে আত্মহত্যার হুমকি, পুলিশের দ্বারস্থ বরুণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement