সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই মুক্তি পাবে শাহরুখ খানের ‘ডাঙ্কি’। ইতিমধ্যেই বক্স অফিসে অগ্রিম বুকিংয়ে ঝড় তুলেছে শাহরুখের এই ছবি। ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন, প্রথম সপ্তাহেই নাকি হইচই ফেলে দেবে ‘ডাঙ্কি’। তবে একদিকে যখন ‘ডাঙ্কি’ নিয়ে উত্তেজনা তুঙ্গে, অন্যদিকে কিছুটা হলেও, ‘ডাঙ্কি’র ভয়ে কাঁপছে প্রভাসের ‘সালার’। কেননা, ‘ডাঙ্কি’র ঠেলায় প্রভাসের ‘সালার’ ছবির ব্যবসা ক্ষতির মুখ দেখতে পারে, এই ভয়েই নতুন ছক কষেছে ‘সালার’ টিম।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ‘সালার’ টিম দেশের দুই জনপ্রিয় মাল্টিপ্লেক্সে ‘সালার’ রিলিজ করবেন না। ‘সালার’ ছবির ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেই এমন বন্দোবস্ত করেছে ‘সালার’ টিম। জানা গিয়েছে, এই দুই মাল্টিপ্লেক্স শাহরুখের ‘ডাঙ্কি’র বেশি শো রাখায় এমন সিদ্ধান্ত নিয়েছে সালার ছবির প্রযোজকরা। তবে এ খবর রটলেও, এই নিয়ে কোনওরকম মন্তব্য করতে চাননি ‘সালার’ টিম।
প্রভাসের নতুন এই মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ। কিন্তু তার বদলে ২২ ডিসেম্বরকেই মুক্তির তারিখ হিসেবে বেছে নেওয়া হয়। উল্লেখ্য, ২২ ডিসেম্বরই শাহরুখের ‘ডাঙ্কি’ মুক্তি পাবে। ফলে কিং খানের সঙ্গে একেবারে সম্মুখ সমরে দক্ষিণী তারকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.