Advertisement
Advertisement
Salman Khan

হিটের আশায় চাতক পাখির দশা সলমনের! ভরাডুবি থেকে বাঁচতে ‘কিক ২’ ছবির প্ল্যানিং?

সলমনের নতুন ছবি নিয়ে মুখ খুললেন পরিচালক সাজিদ।

Sajid Nadiadwala shares update on Salman Khan's 'Kick 2'| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 14, 2023 3:45 pm
  • Updated:July 14, 2023 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবে থেকে একটা হিটের দিকে তাকিয়ে রয়েছেন সলমন খান। ভাইজানের একের পর এক ছবি মুখ থুবরে পড়ছে বক্স অফিসে। কত আশা করে বানিয়ে ছিলেন ‘কিসি কা ভাই, কিসি কি জান’। সেই ছবিও সিনেমা হলে মাছি মেরেছে। একদিকে পাঠানের হাত ধরে শাহরুখের বক্স অফিসে দুরন্ত কামব্যাক। তার মধ্য়ে ‘জওয়ান’ ছবির ঝলক দেখে বোঝাই যাচ্ছে শাহরুখ আবার বাজিমাত করবেন। ঠিক এই সময়েই সলমনের কপালে ভাঁজ। তাহলে কি ভাইজানের দিন শেষ?

এমন সময়ই হাজির হলেন সলমনের ‘কিক’ ছবির পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। সঙ্গে কিক ২ ছবির চিত্রনাট্য। হ্য়াঁ, ঠিকই পড়েছেন। এবার কিক ২ ছবির জন্য নিজেকে তৈরি করতে চলেছেন সলমন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সাজিদ জানিয়েছেন, ”কিক দারুণ হিট করেছিল। তাই তখন থেকেই প্ল্য়ান ছিল কিক ২ ছবি তৈরি করার। চিত্রনাট্য লেখা শেষ। তবে একটু অদল বদল হবে। খুব শীঘ্রই সিনেমার শুটিং শুরু করব। সলমনের সঙ্গেও সমস্ত কথা হয়েছে। চিত্রনাট্য পড়ে সলমনও খুব খুশি।”

Advertisement

[আরও পড়ুন: শাহরুখের ‘জওয়ান’-এর পয়লা ঝলকে নারী বাহিনীর হুংকার! কী প্রতিক্রিয়া গৌরীর?]

২০১৪ সালে মুক্তি পেয়েছিল সলমন খান ও জ্যাকলিনের ছবি কিক। ছবিটি বক্স অফিসে দারুণ সফল হয়েছিল।

অন্যদিকে, বক্স অফিসে দারুণ সফল শাহরুখের ‘পাঠান’। এখন পর্যন্ত এই ছবিই ব্যবসায়ীক দিক থেকে সবচেয়ে সফল ছবি। অন্যদিকে, ‘টাইগার থ্রি’ ছবি নিয়েও উত্তেজনার পারদ তুঙ্গে। শাহরুখ ও সলমনকে একসঙ্গে সিনেপর্দায় দেখার জন্য উৎসাহও প্রচুর সিনেপ্রেমীদের মধ্যে। এই উত্তেজনাকে উসকে দিতেই এবার যশরাজ স্পাই ইউনিভার্স ছবির তালিকায় নিয়ে আসছে ‘টাইগার ভার্সেস পাঠান’।

[আরও পড়ুন: ‘আমি ভিলেন হলে…’, নতুন পোস্টারে বলিউড হিরোদের হুঁশিয়ারি বন্দুকবাজ ‘জওয়ান’ শাহরুখের!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement