Advertisement
Advertisement

Breaking News

Kapil Sharma

ফের অভিনয়ে কপিল শর্মা, সাজিদের ছবিতে কোন ভূমিকায় দেখা যাবে কমেডিয়ানকে?

শীঘ্রই কপিল শর্মার শোয়ে আসছেন বলিউডের নামজাদা পরিচালক সাজিদ।

Sajid Nadiadwala announces movie starring Kapil Sharma | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 24, 2022 7:06 pm
  • Updated:February 24, 2022 7:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিভিশনের পর নিজের কমেডির জাদুতে ডিজিটাল প্ল্যাটফর্মও মাতিয়ে দিয়েছেন কপিল শর্মা। জনপ্রিয় এই কমেডিয়ানকেই আবারও দেখা যাকে সিনেমার পর্দায়। পরিচালক সাজিদ নাদিয়াওয়ালার (Sajid Nadiadwala) ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি।

শীঘ্রই কপিল শর্মার শোয়ে আসছেন বলিউডের নামজাদা পরিচালক সাজিদ। সস্ত্রীক এই কমেডি শোয়েই সাজিদ জানাবেন তাঁর আপকামিং ছবির কথা। নাদিওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্টের দীর্ঘ ৬৭ বছরের সফল সফরকে কুর্নিশ জানিয়েই তৈরি হচ্ছে কপিল শর্মা (Kapil Sharma) শোয়ের এই বিশেষ পর্ব। যে অনুষ্ঠান তথা সেলিব্রেশনে শামিল হতে চলেছেন টাইগার স্রফ, কৃতী স্যানন এবং আহান শেট্টী। শোয়ের মধ্যেই সাজিদের কাছে কপিল জানতে চান, অনুষ্ঠানে এসে কেমন লাগছে তাঁর। মজা করে উত্তরে পরিচালক বলেন, “এই শো’কে আমি নিজের শোয়ের মতোই ভাবি। কারণ আমার হাত ধরেই অর্চনা পুরান সিংকে এই ইন্ডাস্ট্রিতে এসেছেন। এই শোয়ের আরেক সদস্য নভজ্যোৎ সিং সিধু ছবিতে ধারাভাষ্যকারের অভিনয় করেছিলেন ছবিতে। আবার সুমনা চক্রবর্তী থেকে ক্রুষ্ণ অভিষেক, সকলেই এখানে।”

Advertisement

[আরও পড়ুন: ফের একসঙ্গে দেবলীনা-তথাগত! বর-কনে বেশে নজর কাড়লেন জুটি]

এরপরই সাজিদ যোগ করেন, “ভুললে চলবে না, যে এই শোয়ের প্রযোজক সলমন খানের ছবির প্রযোজকও কিন্তু আমি।” আর তারপরই নিজের পরবর্তী ছবির ঘোষণা করেন। জানান, তাঁর ছবিতে দেখা যাবে কপিল শর্মাকে। তার জন্য তিনি নাকি চিত্রনাট্যও তৈরি করতে শুরু করে দিয়েছেন। তাহলে এবার কোন ভূমিকায় দেখা যাবে কপিলকে? নাহ, সেসব বিস্তারিত আপাতত কিছু জানা যায়নি। সাজিদ বলেছেন, আগামী দু’মাসের মধ্যেই নানা তথ্য সামনে আসবে।

এর আগে শোনা গিয়েছিল, শীঘ্রই আসছে কপিল শর্মার বায়োপিক। লাইকা প্রোডাকশনের মহাবীর জৈনের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন মৃগদীপ সিং লাম্বা (Mrighdeep Singh Lamba)। তাছাড়া কপিলের সঙ্গে সিনেমা করছেন নন্দিতা দাসও। এবার সাজিদের ছবিতেও যে তাঁকে দেখা যাবে, তাও নিশ্চিত হয়ে গেল।

[আরও পড়ুন: সিনেমা হলে ভিড় কমাতে ছোঁড়া হল পেট্রল বোমা! দক্ষিণী তারকা অজিতের নতুন ছবি ঘিরে ধুন্ধুমার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement