Advertisement
Advertisement

Breaking News

Salman Khan Tiger 3

হাজার কোটির থেকেও বেশি ব্যবসা করবে ‘টাইগার ৩’, টিজার মুক্তি পেতেই হইচই সলমন ভক্তদের

দিওয়ালিতে মুক্তি পাবে সলমনের এই ছবি।

SaIman Tiger 3 Teaser out Fans Say 'Rs 1000 Cr Loading| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 27, 2023 1:08 pm
  • Updated:September 27, 2023 1:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ঝলকেই বাজিমাত! হ্য়াঁ, ফের সলমনের টাইগার অবতার দেখেই হইচই নেটপাড়ায়। টাইগার ৩ -এর টিজার দেখেই ভাইজান ভক্তরা বলছেন, এই ছবি ‘পাঠান’, ‘জওয়ান’ ছবির রেকর্ড ভেঙে হাজার কোটির থেকেও বেশি ব্যবসা করবে।

বেশ কয়েক বছর ধরেই বক্স অফিসে তেমন চলছে না সলমনের ছবি। সলমনের আগের ছবি কিসি কা ভাই, কিসি কি জান তো মুখ থুবড়ে পড়েছিল। তার পর থেকেই একটা হিট পাওয়ার জন্য মুখিয়ে আছেন সলমন। এখন পুরো নজর টাইগার ৩ -এর দিকে।

Advertisement

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’ (Ek Tha Tiger)। তার পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’ (Tiger Zinda Hai)। এর পর থেকেই ‘টাইগার ৩’র অপেক্ষায় ছিলেন সলমন ভক্তরা। সেই অপেক্ষার অবসান হতে চলেছে আসন্ন দিওয়ালিতে। সেদিনই সিনেমা হলে মুক্তি পাচ্ছে সলমনের এই ছবি। তার আগে ‘টাইগার কা মেসেজ’ বলে এই ঝলক প্রকাশ্যে এসেছে।

[আরও পড়ুন: আদরের মেয়ের নাম রাবেয়া রেখেছেন স্বরা ভাস্কর, কেন এই নামই বাছলেন?]

আগাম এই ঝলকের শুরুতেই অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগারকে নিজের পরিচয় দিতে দেখা যাচ্ছে। যাকে গদ্দার, দেশদ্রোহী বলা হচ্ছে। কুড়ি বছর দেশের হয়ে লড়াই করার পর তাই এখন দেশবাসীর কাছেই ‘ক্যারেক্টার সার্টিফিকেট’ চাইছে টাইগার। এদিকে যেখানে বসে সে এই বার্তা দিচ্ছে তার চারপাশে গুলিবর্ষণের শব্দ শোনা যাচ্ছে। তাতে টাইগারের আশ্বাস, ‘বেঁচে থাকলে দেখা হবে।’

ধুন্ধুমার অ্যাকশনের মেজাজেই সিনেমার পর্দায় টাইগার হিসেবে ফিরছেন সলমন। তা এই সামান্য ঝলকে বেশ ভালভাবেই বোঝা যাচ্ছে। মনীশ শর্মার পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন সলমন। সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ, ইমরান হাসমি, আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা। ছবিতে ‘পাঠান’ শাহরুখ খানকেও দেখা যাবে। শোনা গিয়েছে, শাহরুখ-সলমনের অ্যাকশন দৃশ্যটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

[আরও পড়ুন: এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ভারতের বাজি ৩ তারকা, মনোনীত জিম সর্ভ-শেফালি শাহ-বীর দাস]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement