Advertisement
Advertisement

Breaking News

Saif Kareena

নবাবি স্টাইলে বর্ষবরণ সইফ-করিনার, ফাঁস পতৌদিদের অন্দরমহলের ছবি

বাবা-মায়ের সঙ্গে আনন্দে মাতল খুদে জেহ-তৈমুরও।

Saif Kareena are ready for 2024 in these new pics | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:January 1, 2024 12:15 pm
  • Updated:January 1, 2024 5:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুইৎজারল্যান্ড থেকে মুম্বইতে পা রেখেই বর্ষযাপনে মাতলেন পতৌদিরা। একেবারে নবাবি স্টাইলে নতুন বছরকে স্বাগত জানালেন সইফ-করিনা (Saif Kareena)। মা-বাবার সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেশনে মেতেছে খুদে জেহ-তৈমুরও। নবাব বেগম করিনাই ফাঁস করলেন তাঁদের অন্দরমহলের ছবি।

Advertisement

দিন কয়েক আগেই স্বামী এবং সন্তানদের নিয়ে সুইৎজারল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন করিনা কাপুর। সেখান থেকে বরফে ঢাকা পাহাড়ের ছবি শেয়ার করে অনুরাগীদের বর্ষশেষের শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী। তবে বিদেশে ছুটি কাটিয়ে শেষমেশ মুম্বইতে ফিরেছেন তারকাদম্পতি। আর এসেই নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করেন। করিনার শেয়ার করা ছবিতে দেখা গেল স্যুট পরে আয়নার সামনে পার্টির জন্য প্রস্তুত হচ্ছেন সইফ। জেহ-তৈমুরও বাবা-মায়ের সঙ্গে পার্টির জন্য রেডি হচ্ছে। সকলেই হাসিমুখে ধরা দিলেন ফ্রেমে। তবে সেই ছবিতে সবথেকে বেশি নজর কাড়ল করিনা কাপুরের সাজপোশাক।

[আরও পড়ুন: বিয়ে করছেন রকুলপ্রীত-জ্যাকি, প্রেমের বছর ঘুরতেই দিলেন সুখবর]

অভিনেত্রীর পরনে কালো-সোনালি রঙের ভেলভেট সালোয়ার স্যুট। হাতে মোবাইল নিয়ে সইফের রেডি হওয়ার ছবি তুলছেন আয়নায়। ইনস্টা স্টোরিতে সেই ছবি শেয়ার করে অনুরাগীদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন- “আমরা রেডি, আপনারা তৈরি তো?” ক্রিসমাস এবং তৈমুরের জন্মদিন পালন করেছেন দিল্লিতে পতৌদি প্যালেসে। সেখান থেকেই স্যুইৎজারল্যান্ডে উড়ে যান অভিনেত্রী।

[আরও পড়ুন: ‘ডাঙ্কি’র শাপমোচন! দুর্দান্ত ব্যবসা দিয়ে নতুন বছরে পা রাখল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement