Advertisement
Advertisement

Breaking News

Saif Ali Khan

হাতের করিনা লেখা ট্যাটু মুছলেন সইফ আলি খান, হঠাৎ কী হল?

সইফের এই ছবি এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

Saif Ali Khan COVERS UP Kareena Kapoor's Tattoo On His Arm
Published by: Akash Misra
  • Posted:May 14, 2024 2:39 pm
  • Updated:May 14, 2024 2:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে ছিল স্ত্রী করিনা কাপুর খানের নাম লেখা ট্যাটু। বহু বছর ধরে সেই ট্য়াটুকেই লালন-পালন করেছিলেন সইফ আলি খান। কিন্তু হঠাৎ করেই সইফের হাত থেকে গায়েব সেই ট্যাটু! তা হঠাৎ বউয়ের নাম হাত থেকে মুছলেন কেন নবাব!

সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল সইফের হাতের নতুন ট্যাটু। তবে অনেকেই মনে করছেন, করিনার ট্যাটু মোছেননি সইফ। বরং নতুন ছবির, নতুন চরিত্রের জন্য হয়তো এই ট্যাটু ব্যবহার করেছেন। যা কিনা অস্থায়ী।

Advertisement

তবে এই নিয়ে মুখ খোলেননি সইফ। বরং সইফের এই ছবি এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

সিনেমা, সংসার, নবাব পরিবার। দুই সন্তানকে নিয়ে সুখের ঘরকন্না সইফ-করিনার। জেহ আর তৈমুর তাঁদের নয়নমণি। বড়দাদা তৈমুর সম্প্রতি সাত বছরে পা দিয়েছে। নবাবপুত্র তৈমুর জন্মেই সেলেব তালিকায় নাম লিখিয়ে ফেলেছে। বয়স মাত্র সাত। আর তাতেই এই পুঁচকের ভক্ত-সংখ্যা অনায়াসে টেক্কা দেবে বলিপাড়ার যে কোনও হেভিওয়েট স্টারকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

[আরও পড়ুন: সলমনের বাড়িতে হামলা: গ্রেপ্তার আরও ১, কত টাকা পেয়েছিল শুটাররা? ]

সম্প্রতি এক সাক্ষাৎকারে করিনা কাপুর খান নিজেই সেই মজার কথা জানিয়েছেন। তৈমুর নাকি মাঝেমধ্যেই তাঁকে জিজ্ঞেস করে, সে ভিআইপি কিনা! ছেলের এই অবুঝ প্রশ্নের উত্তরে কী বলবেন, ভেবে পান না অভিনেত্রী। হাজার হলেও বাচ্চামন। কী করেই বা তাকে বোঝাবেন তিনি! তবে করিনা কিন্তু সন্তানদের সেলেবসুবো চালচলনে অভ্যস্ত করতে নারাজ! তাই তৈমুরকে তিনি বোঝান যে, মা-বাবা তারকা বলেই তাদের ঘিরে অনুরাগীদের এত কৌতূহল। তাই সবসময়ে লাইমলাইটে থাকে সে আর তার ছোটভাই জেহ।

[আরও পড়ুন: ‘বহুরূপী’র শুটিং শেষ, কীভাবে সেলিব্রেট করলেন ঋতাভরী-আবিররা? ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement