Advertisement
Advertisement
Chrisann Pereira

দুবাই বিমানবন্দরে মাদক-সহ ধরা পড়ে জেলবন্দি বলিউড অভিনেত্রী

অভিনেত্রীকে দেখা গিয়েছিল মহেশ ভাটের 'সড়ক ২' ছবিতে।

Sadak 2 actor Chrisann Pereira locked in Sharjah jail| Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Akash Misra
  • Posted:April 17, 2023 5:31 pm
  • Updated:April 17, 2023 6:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদকসহ বিমানবন্দরে ধরা পড়ে শারজায় জেলবন্দি বলিউড অভিনেত্রী ক্রিসন পরেরা। খবর অনুযায়ী, দুবাই বিমানবন্দরে মাদকসহ ধরে পড়েন ক্রিসন। তবে অভিনেত্রীর পরিবারের দাবি, ক্রিসনকে ফাঁসানো হয়েছে। ক্রিসনকে দেখা গিয়েছিল মহেশ ভাটের ‘সড়ক ২’।

ক্রিসনের পরিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘ক্রিসন এক ব্যক্তির ফাঁদে পড়েছিলেন, যিনি নিজেকে রবি বলে পরিচয় দেন। লোকটি প্রথমে ক্রিসনের মা প্রমিলা পরেরাকে মেসেজ করেন, যে মেয়ের প্রতিভা তিনি তুলে ধরতে চান কিনা। এরপর তাঁকে একটি অন্তর্জাতিক ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। বেশ কয়েকবার দেখা করার পর দুবাইতে ১ এপ্রিল ক্রিসনের অডিশনের ব্যবস্থা করা হয়।

Advertisement

[আরও পড়ুন: গর্ভবতী সানা খানকে টানতে টানতে নিয়ে যাচ্ছে মৌলানা স্বামী! ভিডিও দেখে ক্ষিপ্ত নেটিজেনরা]

অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, ক্রিসনের দুবাই উড়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা ওই ব্যক্তিই করেছিলেন। ক্রিসন দুবাই উড়ে যাওয়ার আগে অভিযুক্তরা মুম্বই বিমানবন্দর থেকে ১০ মিনিট দূরত্বে একটি কপি শপে তাঁর সঙ্গে দেখা করেন। অভিনেত্রীর হাতে একটি ট্রফি তুলে দেওয়া হয়, ক্রিসনকে ওই ব্যক্তি বলেছিল ট্রফিটি অডিশনের চিত্রনাট্যের অংশ এবং অডিশনের জন্য প্রয়োজন হবে। সেকারণেই, ক্রিসন ওঁর সঙ্গে ট্রফিটি নিয়ে যান। এই ট্রফির মধ্য়েই মাদক পাওয়া যায় বলে খবর। 

খবর অনুযায়ী, দুবাইতে ক্রিসনের জন্য একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে, যার জন্য ১৩ লক্ষ টাকা খরচ হবে। এছাড়া আর কোনও অফিসিয়াল চার্জ বা জরিমানা আছে কিনা তা এখনও জানা নেই।

[আরও পড়ুন: কেকেআর-মুম্বইয়ের খেলায় ইশান কিষান আউট হতেই অশ্লীল শব্দ! ভাইরাল সুহানার ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement