সন্দীপ্তা ভঞ্জ: দর্শকদের প্রিয় ‘বামাক্ষ্যাপা’। ‘মহাপীঠ তারাপীঠ’-এর পর পর্দায় আর সেভাবে দেখা যায়নি সব্যসাচী চৌধুরীকে (Sabyasachi Chowdhury)। অনেকদিন ধরেই অনুরাগীরা শুধোচ্ছেন, কবে তাঁর দেখা মিলবে? তবে অভিনেতা এবার ক্যামেরার নেপথ্যে। একেবারে পরিচালকের আসনে। স্বরচিত গল্প এবং পরিচালিত শর্টফিল্ম ‘নিষ্পত্তি’ নিয়ে এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিদ্বন্দ্বিতা করবেন সব্যসাচী।
তিন বন্ধুকে সঙ্গী করেই ১৯ মিনিটের ছবি তৈরি করে ফেলেছেন অভিনেতা তথা লেখক। যে তালিকায় অভিনেত্রী পায়েল দে-ও রয়েছেন। সব্যসাচীদের চ্যানেল ‘ন্যাড়া ছাদের গপ্পো’ বেশ জনপ্রিয়। বিগত এক-দেড় বছর ধরে তাঁদের তৈরি একাধিক অডিও স্টোরি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। দর্শক-অনুরাগীরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সেখান থেকেই শর্টফিল্ম ‘নিষ্পত্তি’ তৈরির ভাবনা। কোনও চলচ্চিত্র উৎসবকে মাথায় রেখে অবশ্য এই ছবি করেননি তাঁরা। তবে এবার সেই স্বল্পদৈর্ঘের ছবি কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ইন্ডিয়ান শর্ট ফিল্মস বিভাগে মনোনীত হতেই আগামীর জন্য সাহস পেলেন তাঁরা।
সংবাদ প্রতিদিন ডট ইন-কে সব্যসাচী জানালেন, আমি তো দীর্ঘদিন ধরেই লেখালেখি করি। ‘নিষ্পত্তি’ আমারই লেখা একটা গল্প। সেটাকেই স্বল্পদৈর্ঘ্যের সিনেমার আকারে তৈরি করেছি। আগামী বছরে আরও বেশ কিছু লেখা নিয়ে ছবির তৈরি করার ইচ্ছে রয়েছে। গল্পটা কেমন? অভিনেতা-পরিচালকের কথায়, “সুমন্ত মুখোপাধ্যায় রয়েছেন মুখ্য চরিত্রে। ছবিতে তাঁর নাম সত্যপ্রকাশ। এই ব্য়ক্তির একটা আলাদা ব্যক্তিত্ব রয়েছে। সত্যপ্রকাশ আত্মদাম্ভিক মানুষ। আর ঠিক সেই কারণেই পারিবারিক জীবন শেষ হয়েছে। তবে সে যখন মৃত্যু পথযাত্রী, তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। তাঁর কাছের এক বন্ধু তাকে এক মিনিট উপহার দেওয়ার কথা জানায়। এবার সেই সময়ের মধ্যে আত্মদম্ভ সরিয়ে সারাজীবনের ঘটে যাওয়া কোন দিকটির পরিবর্তন সে আনতে চাইবে, সেটাই দেখাবে ‘নিষ্পত্তি’।”
চলতি বছরের জুলাই মাসেই এই শর্টফিল্মের শুটিং করেছেন বলে জানালেন সব্যসাচী চৌধুরী। আগামী কাজগুলো বাইরের ফিল্ম ফেস্টিভালে পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর। তবে দীর্ঘদিন পর্দায় বিরতি, এবার পরিচালনায়, তাহলে কি সেদিকেই মন দিতে চাইছেন তিনি এবার? দর্শকদের প্রিয় ‘বামাক্ষ্যাপা’ অভিনেতা জানালেন, “মেগা ধারাবাহিকে বর্তমানে অভিনয় না করলেও সুযোগ বন্দ্যোপাধ্যায়ের ‘রাপ্পা রায়’ নিয়ে ধীমান বর্মন পরিচালিত ছবিতে একটা চরিত্রে অভিনয় করছি। আর জানুয়ারি মাসে একটা বন্ধুর ওয়েব সিরিজের শুটিংও শুরু করব। সেটা নিয়ে এখনই বিশদে বলছি না!”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.