Advertisement
Advertisement

Breaking News

Sabitri Chatterjee

সত্যিই কি অসুস্থ সাবিত্রী চট্টোপাধ্যায়? নিজেই খবর দিলেন বর্ষীয়ান অভিনেত্রী

কেমন আছেন উত্তম-সৌমিত্রর 'হিট' নায়িকা?

Sabitri Chatterjee dismisses the news of her illness | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:February 2, 2024 7:56 pm
  • Updated:February 2, 2024 7:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে হাসপাতালে কবীর সুমন। দিন কয়েক ধরেই শিল্পীর শারীরিক অসুস্থতার খবর সংবাদের শিরোনামে। অন্যদিকে মাধবী মুখোপাধ্যায়ের অসুস্থতার খবরও প্রকাশ্যে আসে সম্প্রতি। এসবের মাঝেই বাংলার আরেক বর্ষীয়ান অভিনেত্রীর অসুস্থ হওয়ার খবর রটে যায়। শোনা যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়ও (Sabitri Chatterjee) নাকি অসুস্থ। বাড়িতেই নেবুলাইজার চলছে। সেই খবর দাবানল গতিতে ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। সত্যিই কি অসুস্থ সাবিত্রী চট্টোপাধ্যায়?

নিজেই খবর দিলেন বর্ষীয়ান অভিনেত্রী। তিনি জানিয়েছেন, একদম সুস্থ রয়েছেন। কোনওরকম অসুবিধে নেই। বরং অসুস্থ হওয়ার ভুয়ো খবর রটা নিয়ে খানিক বিরক্তি প্রকাশই করলেন সাবিত্রী। বয়স আশির উর্ধ্ব হলেও অশীতিপর অভিনেত্রী কিন্তু এখনও দাপিয়ে কাজ করে চলেছেন টলিউডে। কখনও সিনেমায় আবার কখনও বা ছোটপর্দায়। দীর্ঘ ছয় দশকের ফিল্মি কেরিয়ারে বাংলা সিনেমাকে যেভাবে সমৃদ্ধ করেছেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই নায়িকা, তা বোধহয় আলাদা করে আর উল্লেখ করা প্রয়োজন পড়ে না।

Advertisement

[আরও পড়ুন: ব্যবসা না হোক! তবুও জাতীয় পুরস্কারের মঞ্চে দেশের সেরা বাঙালি পরিচালকরাই, উচ্ছ্বসিত সৃজিত]

Sabitri Chatterjee

আজও বয়সের ভারে নুইয়ে পড়েননি সাবিত্রী চট্টোপাধ্যায়। কাজ করে চলেছেন একনাগাড়ে। দেব-সোহমের ‘প্রধান’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। ‘ধুলোকণা’ ধারাবাহিকে দিদার ভূমিকায় অভিনয় করেছেন সাবিত্রী। এখনও সাজগোজ করে নিজেকে ফিটফাট রাখতে ভালোবাসেন বর্ষীয়ান অভিনেত্রী।

[আরও পড়ুন: ‘ও অনেক কিছু করছে’, মুর্শিদাবাদে গিয়ে অরিজিৎকে ‘গুড বয়’ সার্টিফিকেট দিদি মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement