Advertisement
Advertisement
Rupankar Bagchi

হাসপাতালে রূপঙ্করের স্ত্রী চৈতালী, হঠাৎ কী হল?

গতকালই গিয়েছে রূপঙ্করের জন্মদিন।

Rupankar Bagchi facebook post goes Viral
Published by: Akash Misra
  • Posted:December 3, 2024 7:17 pm
  • Updated:December 3, 2024 7:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর স্ত্রী চৈতালী লাহিড়ি। রূপঙ্কর নিজেই সে খবর শেয়ার করেন সোশাল মিডিয়ায়। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা স্ত্রীয়ের ছবি পোস্ট করে রূপঙ্কর লিখলেন, ”আমার ঝুটকু গতকাল আমায় ঝটকা দিয়ে হাসপাতালে ভর্তি হল!”

তা কী হয়েছে চৈতালীর?

Advertisement

রূপঙ্কর জানিয়েছেন, ইনফেকশন হয়েছে তাঁর। সিপিআর লেভেলটাও খুব বেশি এবং ইউটিআইয়ের সমস্যাও ধরা পড়েছে। তবে আগের থেকে অনেকটাই ভালো আছেন চৈতালী।

গতকালই গিয়েছে রূপঙ্করের জন্মদিন। সোশাল মিডিয়ায় গায়ককে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে অগণিত ভক্তরা। শিল্পীর জন্মদিনেই হাসপাতালে ভর্তি হন স্ত্রী চৈতালী। স্ত্রী এবং মেয়ে মেহুলকে নিয়ে সুখের সংসার রূপঙ্করের। কয়েকদিন আগে স্ত্রী ও কন্যার ছবি পোস্ট করে রূপঙ্কর লিখেছিলেন স্বজন। সেই স্বজনের হঠাৎ অসুস্থতায় একটু হলেও বিচলিত হয়েছিলেন। তবে খুশির খবর, চৈতালী এখন অনেকটাই সুস্থ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement