ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার মধ্যমগ্রামে ‘ফসিলস’-এর শোয়ে তুমুল বিশৃঙ্খলা। হট্টগোল সামলাতে হিমশিম অবস্থা পুলিশের। গণ্ডগোলের জেরে সময়ের আগেই অনুষ্ঠান শেষ করেন রূপম। আর তার পরেই সোশাল মিডিয়ায় আয়োজকদের বিরুদ্ধে গর্জে ওঠেন ‘ফসিলস’ গায়ক।
মধ্যমগ্রামের মেলা প্রাঙ্গনে আয়োজন করা হয়েছিল ‘ফসিলস’-এর শো। এই শো দেখতে মেলা প্রাঙ্গনে উপস্থিত হন অগণিত রূপম অনুরাগীরা। এতটাই ভিড় হয় যে, ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ ও আয়োজকরা। এমনকী, হট্টগোলের জেরে সময়ের আগেই অনুষ্ঠান থামিয়ে দেন রূপম ইসলাম। সূত্রের খবর অনুযায়ী মেলা প্রাঙ্গণে এদিন এমন অবস্থা হয় যে মন্ত্রী রথীন ঘোষ স্টেজে গিয়ে রূপম ইসলামের সঙ্গে কথা বলেন।
নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করে লেখেন, ”গতকাল অনুষ্ঠান যে মাঝপথে বন্ধ হয়ে গেল, তার কারণ এই। ৬০০০ মানুষের যোগ্য মাঠে পুলিশের বক্তব্য ১১০০০ মানুষ জড়ো হন। বাইরে ছিলেন আরও ১০,০০০ জন।
ওই রকম ছোট জায়গায় সবার জন্য উন্মুক্ত ফসিলস কনসার্ট আয়োজন করলে তা সবারই বিপদের কারণ হতে পারে। উদ্যোক্তাদের ভেবে দেখতে অনুরোধ করছি।” রূপমের এই পোস্ট দেখে নেটিজেনরা ফেরাল গায়ক কে কে অনুষ্ঠানের স্মৃতি। নেটিজেনরাও দুষলেন আয়োজকদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.