Advertisement
Advertisement

Breaking News

Manoj Mitra

আচমকা মনোজ মিত্রর মৃত্যুর গুজব, বিরক্ত পরিবার, এখন কেমন আছেন শিল্পী?

সংবাদ প্রতিদিন ডিজিটালকে বিস্তারিত জানালেন বর্ষীয়ান অভিনেতার ভাই তথা খ্যাতনামা সাহিত্যিক অমর মিত্র।

Rumors of Manoj Mitra's death, Actor's brother upset, reacted sharply | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 28, 2024 12:03 pm
  • Updated:February 28, 2024 12:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে কিংবদন্তি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র (Manoj Mitra)। কিছুদিন আগেই এই খবর প্রকাশ্যে আসে। এর পরই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এতেই প্রবল বিরক্ত তাঁর পরিবার। কতটা নাজেহাল হতে হয়েছে তাঁদের, জানালেন বর্ষীয়ান অভিনেতার ভাই তথা খ্যাতনামা সাহিত্যিক অমর মিত্র।

Manoj-Mitra-Brother

Advertisement

বাংলা সিনেমা ও নাট্যজগতের দাপুটে অভিনেতা মনোজ মিত্র। তাঁর অভিনীত ‘বাঞ্ছারামের বাগান’, ‘আদর্শ হিন্দু হোটেল’ আজও মুগ্ধ করে দর্শকদের। বর্ষীয়ান তারকার কলমও বেশ ধারাল। ৮৫ বছর বয়সেও সমান তালে লেখালেখি করে যান। এখন তাতেই বেশি মন দিয়েছেন। ফেব্রুয়ারি মাসেই মনোজ মিত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বসানো হয়েছিল পেসমেকার।

[আরও পড়ুন: বলিউডে ফের বিয়ের সানাই, এবার তাপসী পান্নুর ‘ফিউশন ওয়েডিং’! ]

চিকিৎসক গৌতম দত্তর তত্ত্বাবধানে ছিলেন বর্ষীয়ান অভিনেতা। তার পর বাড়িও ফিরে আসেন। কিন্তু আচমকাই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এতেই বিরক্ত অমর মিত্র। ফেসবুকে মনোজ মিত্রর ছবি শেয়ার করে তিনি লেখেন, “ভালো আছেন। সুস্থ আছেন। অথচ খারাপ একটি গুজব নেটজগতে ঘুরে বেড়াচ্ছে। সকলের অবগতির জন্য জানাই মনোজ মিত্র সম্পূর্ণ সুস্থ আছেন। ভালো আছেন। অভিনেতা নাট্যকার নিয়ে যাঁরা এসব রটাচ্ছেন, তাঁদের উদ্দেশ্য কী বুঝতে পারছি না।”

ব্যাপার কী? জানতে ফোন করা হয়েছিল অমর মিত্রকে। বিশিষ্ট লেখক জানান, “আচমকা এমন খবরে তাঁদের খুবই নাজেহাল হতে হয়েছে। ক্রমাগত ফোন এসে যাচ্ছে। রাত বারোটাতেও ফোন করে মনোজ মিত্রর সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। তাই ফেসবুকে লেখা ছাড়া উপায় ছিল না।” এখন কেমন আছেন বর্ষীয়ান শিল্পী? প্রশ্নের উত্তরে অমরবাবু জানান, তিনি সুস্থ আছেন এবং বাড়িতেই আছেন। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: ‘সন্দেশখালিতে ১৭৪ ধারা চলছে’, বেফাঁস মন্তব্যে নেটপাড়ায় ট্রোলড নুসরত জাহান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement