Advertisement
Advertisement
Rukmini Maitra Roopa Ganguly

‘মহাভারত’-এর হিট ‘দ্রৌপদী’ রূপা গঙ্গোপাধ্যায়কেই ‘গুরু’ মনে করছেন রুক্মিণী মৈত্র! কেন?

কী বলছেন অভিনেত্রী?

Rukmini Maitra wants to take workshop for Draupadi from Roopa Ganguly | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 10, 2023 4:06 pm
  • Updated:August 10, 2023 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রৌপদী বলতেই দর্শকদের চোখে আজও বি আর চোপড়ার ‘মহাভারত’ টেলিসিরিজের রূপা গঙ্গোপাধ্যায়ের মুখই ভেসে ওঠে। যে চরিত্র কিনা দর্শক-অনুরাগীদের কাছে কাল্ট ক্লাসিক হয়ে রয়ে গিয়েছে। পরবর্তীতে অনেককেই দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে, তবে রূপা গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তাকে ছুঁতে পারেনি কেউ! এবার তাঁর কাছ থেকেই তালিম নেওয়ার ইচ্ছেপ্রকাশ করলেন টলিপাড়ার ‘দ্রৌপদী’ রুক্মিণী মৈত্র।

প্রসঙ্গত, ‘নটী বিনোদিনী’, ‘সত্যবতীর’ পর এবার ‘দ্রৌপদী’র ভূমিকায় অবতরণ করতে চলেছেন রুক্মিণী মৈত্র। তার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন অভিনেত্রী। বিনোদিনীর চরিত্রে অভিনয়ের আগে যেমন ২ বছর নাচ শিখেছেন। সুদীপ্তা চক্রবর্তীর কাছে অভিনয়ের তালিম নিয়েছেন, তেমনই মহাভারতের বলিষ্ঠ নারীচরিত্রের জুতোতে পা গলানোর আগেও যে রুক্মিণী কোনওরকম কসরত বাকি রাখবেন না, তা আন্দাজ করাই যায়।

Advertisement

[আরও পড়ুন: ‘রক্তবীজ’-এর অ্যাকশন সিকোয়েন্সে মাথা ফেটে রক্তারক্তি দেবাশীষের! সামলালেন আবির]

সম্প্রতি, এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রুক্মিণী মৈত্র বললেন, “রূপা গঙ্গোপাধ্যায় জাতীয় স্তরের দ্রৌপদী। ওঁর অভিনয় দেখেছি। আমার ইচ্ছে আছে রূপাম্যামের কাছে ওয়ার্কশপ করার। যদি উনি আমাকে শেখাতে রাজি হন, তাহলে আর কিছুই বলার নেই।” পাশাপাশি টলিউড অভিনেত্রী এও বলেন যে, রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর আলাপ থাকলেও দ্রৌপদী নিয়ে কোনও কথা হয়নি।

উল্লেখ্য, দ্রৌপদীর চরিত্রকে বড় পরিসরে তুলে ধরা বেশ চ্যালেঞ্জিং। প্রথমত পিরিয়ডিক সিনেমা। দ্বিতীয়ত, মহাভারতের বলিষ্ঠ নারীচরিত্রের সুবাদে সেইসময়কার কঠোর পুরুষতান্ত্রিক সমাজের আচার-বিচারও উঠে আসবে। তবে পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের গবেষণা দেখে বেশ খুশি প্রযোজক দেব। এবার দ্রৌপদী লুকে রুক্মিণী মৈত্রর পয়লা ঝলকের অপেক্ষায় দর্শক-অনুরাগীরা।

[আরও পড়ুন: ‘ডন ৩’র টিজারে রণবীর সিংকে দেখে তুমুল কটাক্ষ নেটপাড়ায়! স্ত্রী দীপিকার কী প্রতিক্রিয়া?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement