Advertisement
Advertisement

Breaking News

Rukmini Maitra

ফের বলিউডে রুক্মিণী মৈত্র, নেটফ্লিক্সের সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে!

এর আগে 'সনক' ছবিতে বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে জুটি বেঁধেছিলেন রুক্মিণী।

Rukmini Maitra to act in second season of Mai! | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 11, 2022 4:18 pm
  • Updated:May 11, 2022 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বলিউডে পাড়ি দিতে চলেছেন টলিউডের মিষ্টি অভিনেত্রী রুক্মিণী মৈত্র। শোনা যাচ্ছে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘মাই’-য়ের সিজন টুতে দেখা যাবে তাঁকে। তবে এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি রুক্মিণী (Rukmini Maitra)। এই খবরই উড়ে বেড়াচ্ছে  ইন্ডাস্ট্রিতে।

সাক্ষী তানওয়ার অভিনীত নেটফ্লিক্সের ‘মাই’ সিরিজের প্রথম সিজন বেশ জনপ্রিয়। এক প্রতিশোধের গল্পই উঠে এসেছিল এই সিরিজে। শোনা যাচ্ছে, সিজন ২য়ের গল্পে এক গুরুত্বপূর্ণ চরিত্রে নাকি দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। 

Advertisement

[আরও পড়ুন: ‘বাইক এসে আচমকা ধাক্কা মেরে দিল’, শুটিংয়ে দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা প্রিয়াঙ্কার মনে ]

এর আগে রুক্মিণীকে দেখা গিয়েছে বলিউড অভিনেতা বিদ্যুৎ জামেওয়ালের সঙ্গে ‘সনক’ ছবিতে। রুক্মিণীর অভিনয় দেখে প্রশংসা করেছিলেন খোদ বিদ্যুৎও। শোনা যাচ্ছে, সেই ছবির পর মুম্বই থেকে নাকি বেশ কিছু ছবির অফারও পেয়েছেন রুক্মিণী। তবে আপাতত টলিউডেই নাকি মন দিতে চান তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA (@rukminimaitra)

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে দেব ও রুক্মিণী মৈত্রর ‘কিশমিশ’। ইতিমধ্যেই বক্স অফিসে সাড়া ফেলেছে এই ছবি। প্রশংসিত হয়েছে রুক্মিণীর অভিনয়ও। অন্যদিকে, দেব-রুক্মিণীর বন্ধুত্ব নিয়ে বহুদিন ধরেই টলিপাড়ায় নানা গুঞ্জন। তবে প্রকাশ্যে নানা ছবি পোস্ট করলেও, নিজেদের এই বন্ধুত্ব নিয়ে মুখ খোলেন না তাঁরা। তবে গুঞ্জনকে কি আর থামানো যায়! সেই গুঞ্জনকে সঙ্গী করেই দেব ও রুক্মিণীর রসায়ন দারুণ হিট টলিপাড়ায়। 

[আরও পড়ুন: ‘দাদাগিরি’তে শ্রীদেবীকন্যা জাহ্নবী, সৌরভের সঙ্গে নাচলেন ‘ধড়ক’ ছবির গানে, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement