Advertisement
Advertisement

Breaking News

Rukmini Maitra

‘হাঁটি হাঁটি পা পা’, কোন সফর শুরু করলেন রুক্মিণী? জানালেন পরিচালক অর্ণব

সোশাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।

Rukmini Maitra shared firstlook poster of Haati Haati Paa Paa
Published by: Suparna Majumder
  • Posted:November 13, 2024 10:59 am
  • Updated:November 13, 2024 5:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘টেক্কা’ সিনেমায় হয়েছিলেন ‘রাফ অ্যান্ড টাফ’ পুলিশ অফিসার মায়া খাস্তগির। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে দেব-স্বস্তিকার পাশাপাশি রুক্মিণীও দর্শকদের প্রশংসা পেয়েছেন। তাঁর অভিনয় অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে। এবার ‘হাঁটি হাঁটি পা পা’র মাধ্যমে নতুন সফর শুরু করলেন অভিনেত্রী।

Rukmini Maitra

Advertisement

সোশাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই জানিয়েছেন এই নতুন সফরের কথা। আসলে অর্ণব কুমার মিদ্যা পরিচালিত ছবি ‘হাঁটি হাঁটি পাপা’। তাই ফার্স্টলুক শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে ছবির নামের হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘খুব শিগগিরিই নতুন এই সফরের শুরু। প্রত্যেকবারের মতো এবারও আপনাদের সবার ভালোবাসা ও সাপোর্ট চাই।’

‘হাঁটি হাঁটি পাপা’র এই ফার্স্টলুক পোস্টারে সমুদ্র সৈকতে ঢেউ আসার ছবি দেখা যাচ্ছে। একদিকে নোনা জলের সাদা ফেনা, অন্যদিকে হলুদ বালুচর। আর এর মাঝেই দুজনের পায়ের চিহ্ন। একটি চিহ্ন প্রাপ্তবয়স্ক মানুষের, অন্যটি কোনও ছোট শিশুর। জানা গিয়েছে, নিজের ছবির মাধ্যমে অন্যরকম ভালোবাসার কথা বলতে চলেছেন পরিচালক অর্ণব মিদ্যা।

কেমন হবে সেই গল্প? সংবাদ প্রতিদিন ডিজিটালকে পরিচালক জানালেন, গল্প ভালোবাসার তবে নারী-পুরুষের প্রেম নয়। বরং এই গল্প বলবে জীবনকে ভালোবাসার গল্প। যে সম্পর্কে ছোট থেকে বুড়ো হওয়া পর্যন্ত, এমনকী মৃত্যুর আগে পর্যন্ত মানুষের থেকে যায়। জানা গিয়েছে, ছবির চিত্রনাট্য নিয়ে বহু দিন ধরেই কাজ করছেন পরিচালক। আর রুক্মিণী মৈত্রকে ভেবেই এই গল্প লেখা। কাহিনীকার প্রিয়াঙ্কা পোদ্দার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

রুক্মিণীকেই কেন বাছলেন? সেই প্রশ্নে পরিচালকের জবাব, অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রুক্মিণী। ভোররাত তিনটে হোক বা বেলা বারোটা, যখনও তাঁর কোনও ইনোভেটিভ আইডিয়া আসে জানাতে থাকেন। কাজের প্রতি এতটাই ডেডিকেশন। এমন অভিনয়শিল্পীর সঙ্গেই কাজ করতে চেয়েছিলেন অর্ণব। আশা করছেন ডিসেম্বর মাসেই ছবির শুটিং শুরু করে দেবেন। আগামী বছরের গ্রীষ্মেই ‘হাঁটি হাঁটি পা পা’র মুক্তি পাওয়ার কথা।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement