Advertisement
Advertisement
SSC Scam

‘২৫ হাজার চাকরি গেল আপনাদেরই লোভে’, মুখ্যমন্ত্রীকে নিশানা করে ফের কবিতা রুদ্রনীলের

কবিতা লিখে ও পাঠ করে সরাসরি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিজেপি নেতা রুদ্রনীল।

Rudranil taunts Mamata about SSC Scam

নিজস্ব চিত্র।

Published by: Subhankar Patra
  • Posted:April 23, 2024 4:41 pm
  • Updated:April 23, 2024 4:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসির গোটা প্যালেনকেই বাতিল করে রায় ঘোষণা করেছে। লোকসভা ভোট চলাকালীন এই রায় নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই নিয়েই ফের কবিতা লিখে ফেলেছেন রুদ্রনীল ঘোষ। সরাসরি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী সবার সামনে স্পষ্ট কারা, গণতন্ত্রের কাতিল! কাদের লোভে আদালতে ২৫ হাজার চাকরি বাতিল।”

বেশ কয়েক বছর ধরে ২০১৬ সালের শিক্ষক, শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে মামলা চলছিল কলকাতা হাই কোর্টে। প্রাক্তন বিচারতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেন। তার পর নানা ধাপ পেরিয়ে বদলেছে মামলার অভিমুখ। সুপ্রিম কোর্ট গত বছর ৯ নভেম্বর নির্দেশ দেয়, হাই কোর্টে একটি বিশেষ ডিভিশন বেঞ্চ তৈরি করে শুনানি করতে হবে। সেই অনুসারে, এই বিষয়ের সব মামলাকে এক ছাতার তলায় নিয়ে এসে শুনানি শুরু হয়। সোমবার সেই রায়েই বাতিল হয়েছে গোটা প্যালেন। এর পরেই রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অলআউট আক্রমণে নেমেছেন বিরোধীরা।

Advertisement

[আরও পড়ুন: জঙ্গিদের টার্গেট! নিরাপত্তা বাড়ছে মুখ্যমন্ত্রী ও অভিষেকের]

তা নিয়ে আবারও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে রুদ্রনীলের দাবি, মুখ্যমন্ত্রীর জন্যই চাকরি গিয়েছে। তিনি বলেন, “নমস্কার মাননীয়া মুখ্যমন্ত্রী। মাননীয়া মুখ্যমন্ত্রী কেমন আছেন ভালো? তা রোদ্দুরে না আদালতের রায়ে মুখটা কালো…২৫ হাজার চাকরি গেল আপনাদেরই লোভে। টাকা টাকা করে এবার পড়বেন মানুষের বিক্ষোভে।” প্রসঙ্গত, চাকরি বাতিল ঘিরে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বলেছেন, “এই রায় বেআইনি, এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্ট যাচ্ছি।”

[আরও পড়ুন: চরম গরমে প্রিয় পোষ্যকে সুস্থ রাখবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement