Advertisement
Advertisement

Breaking News

Parambrata Chatterjee

পরমব্রতর বিয়েতে পাননি নিমন্ত্রণ, বন্ধুর নতুন জীবন নিয়ে কী বার্তা রুদ্রনীলের?

সোমবার রাতে সাতপাকে বাঁধা পড়বেন পরমব্রত ও পিয়া চক্রবর্তী।

Rudranil Ghosh on Parambrata Chatterjee's Wedding| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 27, 2023 12:59 pm
  • Updated:November 27, 2023 2:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার সকাল থেকেই টলিপাড়ায় হইচই। বিয়ে করছেন টলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলার’ পরমব্রত চট্টোপাধ্যায়। সঙ্গীতশিল্পী ও সমাজকর্মী এবং মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন পরমব্রত। অবশ্য পিয়ার আরেকটি পরিচয়ও রয়েছে । তিনি সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় খুব ছিমছামভাবে সাতপাকে বাঁধা পড়বেন পরম-পিয়া। এই বিয়ে এতটাই প্রাইভেট যে, সেখানে দেখা মিলবে না টলিপাড়ার পরিচিতমুখদের। সেই তালিকায় রয়েছেন পরমব্রতর বহুদিনের বন্ধু অভিনেতা রুদ্রনীল ঘোষও।

Advertisement

পরমব্রতর বিয়ে নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সংবাদমাধ্যমকে রুদ্রনীল জানিয়েছেন, ”হ্যাঁ, আমি শুনেছি পরমব্রতর বিয়ের কথা। প্রত্যেকটি মানুষের নির্দিষ্ট ও নিজস্ব সময় থাকে বিয়ের। পরমও ঠিক তাই করেছে। ও যাঁকেই বিয়ে করুক না কেন, নিশ্চয়ই ভবিষ্যতের কথা ভেবে করেছে। পরমের ভবিষ্যৎ আরও সুন্দর হয়ে উঠুক এটাই প্রার্থনা করব। আমার তরফ থেকে শুভেচ্ছা রইল।” রুদ্রনীল আরও জানান, ”নানারকম কাজ নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম। তাই পরমের সঙ্গে যোগাযোগ হয়নি। তবে সবসময় পরমের জন্য শুভেচ্ছা থাকবে।”

[আরও পড়ুন: ‘সব কিছু ফেলে আজ চলে যাব দূরে’, অনুপমের পোস্টে একাকীত্ব! পরম-পিয়ার বিয়ের দিন কোথায় তিনি?]

প্রসঙ্গত, লিভ ইন সঙ্গী বিদেশিনী প্রেমিকা ইকার সঙ্গে পরমব্রতর দূরত্ব বাড়ছিল, ঠিক সেই সময়ে বন্ধু পিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অভিনেতা-পরিচালকের। তখন পিয়া অনুপম ঘরনি। শেষমেশ সকলকে চমকে দিয়ে বিয়ে ভাঙার খবর প্রকাশ্যে আনেন পিয়া-অনুপম। নেপথ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে উঠে আসে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। তাঁরা সকলেই একে-অপরের বন্ধু ছিলেন। কিন্তু ২০২১ সালের পর সেই সমীকরণটা বদলে যায়। ইন্ডাস্ট্রির অন্দরে এমন খবরও রটে যায় যে, পরমব্রতর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই নাকি অনুপম রায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর থেকে কিন্তু তিন তারকাকে আর একফ্রেমে দেখা যায়নি। মাসখানেক আগে রটে গিয়েছিল পরম-পিয়া নাকি গোপনে বিয়ে সেরেছেন। তবে ‘সংবাদ প্রতিদিন ডট ইন’ আগেই জানিয়েছিল যে, তাঁরা খুব শিগগিরিই ছাদনাতলায় বসতে চলেছেন। আজ সেই দিন। শুভ মহরতে পরমব্রত-পিয়া গাঁটছড়া বাঁধতে চলেছেন। কিন্তু অনুপম রায় কোথায়? স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে কৌতূহল থাকবে ভক্তদের।

[আরও পড়ুন: ‘সব কিছু ফেলে আজ চলে যাব দূরে’, অনুপমের পোস্টে একাকীত্ব! পরম-পিয়ার বিয়ের দিন কোথায় তিনি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement