Advertisement
Advertisement

Breaking News

Rudranil Ghosh

ভাঙল ব্যারিকেড, চলল লাঠি, ‘ভয় পেয়েছেন না?’ নবান্ন অভিযান নিয়ে প্রশ্ন রুদ্রনীলের

আর কী লিখলেন রুদ্রনীল?

Rudranil ghosh on facebook post on nabanna abhijan goes viral
Published by: Akash Misra
  • Posted:August 27, 2024 5:18 pm
  • Updated:August 27, 2024 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবান্ন অভিযান নিয়ে প্রথম থেকেই সতর্ক ছিল পুলিশ। সেই কারণেই আগে থেকেই রাস্তায় রাস্তায় গার্ডরেল, জল কামান, কাঁদানে গ্যাস। মঙ্গলবার বেলা আড়াইটে নাগাদ নবান্নের প্রায় দোরগোড়ায় পৌঁছে যায় একদল আন্দোলনকারী। নবান্ন থেকে তাঁদের দূরত্ব ছিল মাত্র ১০০ মিটার। যদিও মিনিট তিনেকের মধ্যেই তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শহর যে আজ এরকম চিত্র দেখবে, তা হয়তো আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন অভিনেতা ও বিজেপির নেতা রুদ্রনীল ঘোষ। আর সেই কারণেই ফেসবুকে ছবি পোস্ট করে প্রশ্ন ছুঁড়েছিলেন রুদ্রনীল। নাম না করে শাসকদলকে প্রশ্ন, ‘ভয় পেয়েছেন না?’ আর ক্যাপশনে লিখেছেন, ‘প্রমাণিত’। 

Advertisement

এমনকী, ইনস্টাগ্রামে রুদ্রনীল মুখ্যমন্ত্রীর আদলে এক ছবি পোস্ট করে লিখলেন, ”…শুধু যাওয়ার আগে, তিলোত্তমাকে সত্যিটা বলে যান।” 

আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় বিচার চেয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সেই ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার সকাল থেকেই গঙ্গার দুই পাড়ের বিভিন্ন এলাকায় ভিড় জমাতে শুরু করে আন্দোলনকারীরা। তারা নবান্নের দিকে এগোতেই মিছিল আটকে দেওয়া হয়। গার্ড রেল দিয়ে আটকে দেওয়া হয় রাস্তা। ছোড়া হয় জলকামান, কাঁদানে গ্যাস। হাওড়া ব্রিজ, সাঁতরাগাছিতে দফায় দফায় খণ্ডযুদ্ধ বেধে যায়। তবু মাটি কামড়ে পড়েছিলেন আন্দোলনকারীরা।

বেলা গড়াতেই খিদিরপুর, হেস্টিংস, রেড রোড, এম জি রোড দিয়ে মিছিল নবান্নের উদ্দেশে রওনা দেয়। হেস্টিংস, রেড রোড এবং এম জি রোডে ধুন্ধুমার বেধে যায়। ফের জলকামান চালাতে শুরু করে পুলিশ। ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাসও। রণক্ষেত্রের চেহারা নেয় সাঁতরাগাছি। মিছিল শুরু হয় বি বি গাঙ্গুলি স্ট্রিটেও।

ওদিকে নবান্নের কাছে পৌঁছে যায় আন্দোলনকারীদের একাংশ। সেই সময় নবান্নেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডে বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। সেই মিছিল ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় কাঁদানে গ্যাসের শেল। তার পরেও প্রতিবাদীদের দমানো যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement