সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ঝড় তুলে এবার বিশ্বের সেরা ১০ ছবির তালিকায় ঢুকে পড়ল এস এস রাজা মৌলির ছবি ‘আর আর আর’ (RRR)। আর শুধু তালিকায় ঢুকে পড়া নয়, দক্ষিণী এই ছবি রয়েছে শীর্ষে। সম্প্রতি মার্কিন এক পত্রিকায় প্রকাশিত সমীক্ষায় হলিউডের তাবড় তাবড় ছবিকে পিছনে ফেলল ‘আর আর আর।’
প্রায় ৪০০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল এস এস রাজা মৌলির এই ম্যাগনাম ওপাস। দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর (Junior NT Rao) এবং রামচরণের (Ram Charan) জুটি ম্যাজিক তৈরি করেছিল সিনেপর্দায়। সঙ্গে ছিলেন বলিউড তারকা অজয় দেবগণ ও আলিয়া ভাট। ছবি মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে ঝড় তুলেছিল এই ছবি। খবর অনুযায়ী, ‘আর আর আর’ ছবির হিন্দি ভার্সানের অগ্রিম বুকিংয়েই আট কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। কোনও কোনও শহরে এই ছবির একটা টিকিটের দাম ছিল ২১০০ টাকা। ‘আর আর আর’ ছবির ঝড়ে মুখ থুবরে পড়েছিল বলিউডের বেশ কিছু ছবির ব্যবসা। এমনকী, ওটিটিতে মুক্তি পাওয়ার পরেও এই ছবি নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে। আর এবার সেই ছবিই জায়গা করে নিল ২০২২ সালে বিশ্বের সেরা ১০ ছবির তালিকায়। তবে মার্কিন পত্রিকা অনুযায়ী, এই তালিকা তৈরি হয়েছে বছরের প্রথম ছ’মাসে মুক্তি পাওয়া ছবির নিরিখেই। বছর শেষ হলে হয়তো বদলাতে পারে এই তালিকা বলে মনে করছেন সমীক্ষকরা।
মার্কিন পত্রিকার এই সমীক্ষা অনুযায়ী, এই তালিকায় রয়েছে-
২) দ্য ব্যাটম্যান
৩) দ্য ফলআউট
৪) এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স
৫) চা চা রিয়েল স্মুথ
৬) দ্য নর্থম্যান
৭) কিমি
৮) মাস্টার
৯) টার্নিং রেড
দক্ষিণী ছবির দাপটে ইতিমধ্যেই কিছুটা কোণঠাসা হয়েছে বলিউডের সিনেমা। প্রথমে ‘বাহুবলী’, ‘পুষ্পা’, তারপর ‘কেজিএফ’ একে একে বক্স অফিসকে হাতের মুঠোয় করতে শুরু করল। বহু সিনেপ্রেমীরাই মনে করছেন দক্ষিণী ছবির দাপট যদি এভাবে চলতে থাকে তাহলে বলিউড ছবির প্রযোজক ও পরিচালকদের দ্রুতই ব্যবসা গোটাতে হবে। এমনকী, সেই ইঙ্গিত পেয়ে ইতিমধ্যেই বলিউডের বেশ কিছু পরিচালক ও প্রযোজক ঝুঁকেছেন দক্ষিণী ছবির দিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.