Advertisement
Advertisement

Breaking News

M. M. Keeravani

‘এটা আমার দ্বিতীয় অস্কার’, চাঞ্চল্যকর মন্তব্য ‘নাটু নাটু’র সুরকার কিরাবাণীর

কেন একথা বললেন তিনি?

RRR famed Music Composer MM Keeravani claims this isn’t his first Oscar | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 26, 2023 9:05 pm
  • Updated:March 26, 2023 9:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘RRR’ সিনেমার ‘নাটু নাটু’ গানের সুরকার হিসেবে পেয়েছেন অস্কার। কিন্তু এটি তাঁর প্রথম অস্কার নয় এমনটাই দাবি করেছেন এম এম কিরাবাণী। এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন তিনি।

naatu

Advertisement

কিন্তু কেন এমন মন্তব্য অস্কারজয়ী সংগীত পরিচালকের। আদতে পরিচালক রামগোপাল বর্মার (Ram Gopal Varma) প্রতি সম্মান জানিয়ে একথা বলেছেন তিনি। দক্ষিণী সুরকার জানান, এক সময় কাজের জন্য অনেকের দুয়ারে ঘুরেছেন। নিজের তৈরি করা সুরের ক্যাসেটও দিয়েছেন। কিন্তু তা আবর্জনায় ফেলে দেওয়া হত।

[আরও পড়ুন: ‘বলেছিলাম নিজেকে শেষ করে দিও না’, সুশান্তের কথা বলতে গিয়ে কাঁদলেন স্মৃতি ইরানি]

যে সময় তাঁকে নতুন ভেবে কেউ কাজ দিতে চাননি, সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন রামগোপাল বর্মা। ১৯৯১ সালে ভেঙ্কটেশ ও শ্রীদেবী অভিনীত তেলুগু সিনেমা ‘ক্ষণা ক্ষণম’-এ সুযোগ দিয়েছিলেন। আর সেই কারণেই রামগোপাল বর্মাকে নিজের প্রথম অস্কার মনে করেন প্রখ্যাত সুরকার। তাঁর এই সাক্ষাৎকারের ভিডিও রামগোপালই শেয়ার করেন।

 

এর আগে ‘RRR’ সিনেমার জন্য পাওয়া অস্কার হাতে নিয়েই গান গেয়ে ওঠেন সুরকার এমএম কিরাবাণী। গানের মাধ্যমেই তিনি পরিচালক রাজামৌলি ও টিমকে পাশে থাকার জন্য ধন্যবাদ দেন। একই সঙ্গে সুরেলা মেজাই বলেন, “দেশবাসীর গর্ব RRR।”

[আরও পড়ুন: প্রেমের পরামর্শ দিতে গিয়ে বিপত্তি, অঙ্কুশের চুলের মুঠি ধরে এ কী হাল করলেন ঐন্দ্রিলা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement