Advertisement
Advertisement
Actress Srabanti Chatterjee Roshan Singh

সত্যিই একা হয়ে গিয়েছেন রোশন? বিবাহ বিচ্ছেদের জল্পনার মাঝে এ কী পোস্ট শ্রাবন্তীর স্বামীর!

এর আগেও একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন রোশন সিং।

Row over instagram story of actress Srabanti Chatterjee's husband Roshan Singh ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 21, 2020 10:43 pm
  • Updated:December 21, 2020 10:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় জগতে বেশ সফল শ্রাবন্তীর (Srabanti Chatterjee) সংসারে সেভাবে থিতু হতে পারেননি। প্রথমবার রাজীব, দ্বিতীয়বার কিষাণ আর তারপর রোশনের সঙ্গে ঘর বেঁধেছিলেন শ্রাবন্তী। তবে প্রথম দু’টি বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে আগেই। কানাঘুষো শোনা যাচ্ছে রোশনের সঙ্গেও নাকি সম্পর্ক ভাল নেই তাঁর। দুর্গাপুজোর আগে থেকেই আলাদা থাকতে শুরু করেছেন দু’জনে। যদিও এ বিষয়ে মুখে কুলুপ অভিনেত্রীর। তবে বিচ্ছেদের জল্পনার যে সারবত্তা রয়েছে তা নাকি স্বীকার করেছেন খোদ রোশন। তারই মাঝে এই জল্পনার আগুনেই ঘি ঢাললেন শ্রাবন্তীর স্বামী। অনেকেই বলছেন, তাঁর ইনস্টাগ্রাম স্টোরিই নাকি বর্তমান দাম্পত্য সম্পর্কের অবস্থান স্পষ্ট করেছে।

সম্প্রতি রোশনের ইনস্টাগ্রাম (Instagram) স্টোরিতে দেখা গিয়েছে বেশ কয়েকজন যুবক-যুবতীকে। তাঁরা জোড়ায় জোড়ায় রয়েছেন। সেইসব যুগলের মধ্যে প্রেমের উষ্ণতা যে এখনও ফিকে হয়ে যায়নি তা স্পষ্ট। আর সেখানেই বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে এক যুবক। যে একেবারেই একা। আলো আঁধারি ওই ছবির উপর লেখা ‘My Condition’। বিবাহ বিচ্ছেদের জল্পনার মাঝে একা একজন দাঁড়িয়ে থাকার ছবিতে আমার অবস্থা লেখা ছবি দেখে অনেকেই মনে করছেন রোশন এভাবে নিজের অবস্থাই ব্যাখ্যা করেছেন রোশন। যদিও এ বিষয়ে স্পষ্ট করে কোনও কথা বলতে নারাজ রোশন। প্রতিক্রিয়া মেলেনি রোশন ঘরনি শ্রাবন্তীরও।

Advertisement

Roshan

[আরও পড়ুন: ইন্ডিয়ান প্যানোরমায় ২ বাংলা ছবির পাশে অসমের ‘ব্রিজ’ও, পূর্বাঞ্চলের সিনেমার সুদিন ফিরছে?]

তবে এই প্রথমবার নয়। এর আগেও সোশ্যাল মিডিয়ায় ছবির মাধ্যমে দাম্পত্য সম্পর্কের শীতলতা নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন রোশন (Roshan Singh)। বেশ কয়েকদিন আগে সিঁদুর পরা নিয়ে পোস্ট করেছিলেন তিনি। ওই পোস্টের আগেরদিন মাথা ভরতি সিঁদুর পরা অবস্থায় ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। তাই দু’য়ে দু’য়ে চার করতে বিশেষ সমস্যা হয়নি অনুরাগীদের। অনেকেই বলেছিলেন স্ত্রীকে আক্রমণ করতে এহেন পোস্ট রোশনের। তার আগে অবশ্য সোশ্যাল মিডিয়ায় একবার প্রকাশ্যে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডাতেও জড়িয়ে পড়েছিলেন শ্রাবন্তী-রোশন। বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝে যদিও নিজের কাজকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন টলিউডের দুষ্টু মিষ্টি অভিনেত্রী। 

[আরও পড়ুন: জন্মদিনের আগেই অনুরাগীদের উপহার! আসন্ন ‘অন্তিম’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ সলমনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement