ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে জন্ম। ছোটবেলা কেটেছে আহমেদাবাদে। কিন্তু ছেলে তো বাঙালির। বাংলায় এসেই যেন সেই টান অনুভব করতে পারছেন রণিত রায় (Ronit Roy)। শুক্রবার কাজলের সঙ্গে কলকাতা পৌঁছান তিনি। আর শনিবার চলে গেলেন শক্তিপীঠের দর্শনে। সেই ছবি শেয়ার করলেন সোশাল মিডিয়া প্রোফাইলে।
কোথায় গিয়েছিলেন অভিনেতা? একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলায়। পুরাণে কথিত আছে, মহাদেব যখন সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন, তখন সতীর দেহ ৫১টি খণ্ডে বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ে নানা স্থানে। তার একটি খণ্ড পড়ে কঙ্কালীতলায়। এমন স্থানের দর্শন পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন রণিত।
View this post on Instagram
সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, “মা কালী ও ভোলেবাবা আমায় তাঁদের কাছে টেনে এনেছেন, আর আমি এসেছি। আহা কী দৈব পুজো, মায়ের মন্দিরে আমি লাইনে দাঁড়িয়েছিলাম আর একজন হঠাৎই উদয় হলেন। আমাকে নিয়ে গেলেন মায়ের কাছে। পুরোহিত মশাই পুজো নিলেন। অনেকেই লাইনে দাঁড়িয়েছিলেন। আমি আমার পুজো শেষ করতে পারলাম। ভোলেবাবার জন্যই এই মন্দিরে আসতে পারলাম। তার পর অনুরাগীদের কাছ থেকে এত ভালোবাসা প্রাপ্তি। জয় মা কালী, জয় মহাদেব।”
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নতুন একটি হরর ছবির শুটিংয়ের জন্য বাংলায় এসেছেন রণিত ও কাজল। ছবির পরিচালক বিশাল ফুরিয়া। যিনি এর আগে নুসরত ভারুচাকে নিয়ে তৈরি করেছিলেন ‘ছোড়ি’ ছবিটি। জানা গিয়েছে, কাজলের এই ছবির প্রযোজক অজয় দেবগন। গত বছর এই ছবির জন্য নিজেই রেইকি সেরে গিয়েছিলেন অজয়। ছবির নাম ‘মা’ রাখা হয়েছে বলেই খবর। শুধু দেবী দর্শন নয় বাংলায় এসে টুকটাক খাবারেও মজেছেন রণিত। ঝালমুড়ি ও চায়ের ছবিও পোস্ট করেছেন অভিনেতা।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.