সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’-এ (Singham Again) যেন তারকার হাট। একের পর এক তারকার লুক প্রকাশ্যে আসছে। দীপিকা পাড়ুকোনের পর প্রকাশ করা হয় টাইগার শ্রফের লুক। এবার আবারও ‘সিম্বা’র অবতারে রণবীর সিং (Ranveer Singh)। নতুন ছবির প্রথম ঝলকেই রণহুঙ্কার দিলেন অভিনেতা।
বলতে গেলে বলিউডে ‘কপ ইউনিভার্স’-এর সূত্রপাত পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) হাত ধরেই। ‘সিংহম’ হয়ে বক্স অফিসে শোরগোল ফেলেছিলেন অজয় দেবগন। তারপর আসে ‘সিংহম রিটার্নস’। আবারও সুপারহিট অজয়-রোহিত জুটি। এর মধ্যেই আবার ‘সিম্বা’ হয়ে সাফল্য পান রণবীর সিং (Ranveer Singh)। ‘সূর্যবংশী’ সিনেমায় ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধেন অক্ষয় কুমার। এবার সব তারকাকে দেখা যাবে এক ছবিতে।
আর তাতে শক্তি শেট্টি হিসেবে এন্ট্রি নিচ্ছেন দীপিকা পাড়ুকোণ। প্রথম ঝলকেই অনুরাগীদের মন কেড়েছিলেন নায়িকা। তার পর প্রকাশ্যে আসে টাইগার শ্রফের লুক। স্পেশাল টাস্ক ফোর্সের অফিসার এসিপি সত্যার চরিত্রে অভিনয় করছেন টাইগার।
View this post on Instagram
এবার এল সিম্বার পালা। যার লুকের নেপথ্যে দেখা গিয়েছে বজরংবলীর ছবি। আর ছবি শেয়ার করে রোহিত শেট্টি লিখেছেন, “আমাদের সবচেয়ে প্রিয়… দুষ্টু সিম্বা এল ফেরত।” উল্লেখ্য, আগামী ১৫ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে ‘সিংহম এগেইন’। আর সেদিনই আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ (Pushpa 2) সিনেমার মুক্তি। বলতে গেলে বক্স অফিসে দাক্ষিণাত্য ও বলিউডের সম্মুখ সমর হতে চলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.