Advertisement
Advertisement

Breaking News

Rocky Aur Rani Kii Prem Kahaani

সেঞ্চুরি পার করল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, দ্বিতীয় সপ্তাহে কত আয় ছবির?

উচ্ছ্বসিত প্রযোজক-পরিচালক করণ জোহর।

Rocky Aur Rani Kii Prem Kahaani crosses 100 crore | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 7, 2023 1:31 pm
  • Updated:August 7, 2023 1:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির দ্বিতীয় সপ্তাহেই একশো কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Kii Prem Kahaani)। খুশিতে আত্মহারা পরিচালক প্রযোজক করণ জোহর। ইনস্টাগ্রামে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

Rocky Aur Rani Ki Prem Kahani

Advertisement

ট্রেলার দেখে মনে হয়েছিল। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’-এর ফ্লেভার দিতে চলেছেন করণ জোহর। কিন্তু তফাত গড়ে দিয়েছেন ছবির অভিনেতারা। রণবীর সিং, আলিয়া ভাটের পাশাপাশি নজরকাড়া অভিনয় করেছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়রা। তাতেই দর্শকদের আগ্রহ বেড়েছে। গত উইকএন্ডে বেশ ভাল ব্যবসা করেছে করণের ছবি।

[আরও পড়ুন: ‘প্রধান’ নয়, দেবের এই সিনেমার জন্য আগে নির্বাচিত হয়েছিলেন সৌমিতৃষা! কেন বাদ পড়লেন?]

চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শের টুইট অনুযায়ী, গত শুক্র, শনি ও রবিবার মোট ৩১ কোটি ৭৫ লক্ষ টাকার ব্যবসা করেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। তা মিলিয়ে ছবির মোট আয় এখন ১০৫.০৮ কোটি টাকা। বলিউডের ষষ্ঠ ছবি হিসেবে একশো কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে রণবীর-আলিয়ার ছবি। এর আগে একশো কোটির মাইলস্টোন ছুঁয়েছিল ‘পাঠান’, ‘তু ঝুটি ম্যায় মক্কার’, ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘দ্য কেরালা স্টোরি’ এবং ‘আদিপুরুষ’।

ছবির সাফল্যে বেজায় খুশি করণ জোহর। বহুদিন বাদে পরিচালনায় ফিরেছেন তিনি। ইনস্টাগ্রামে প্রযোজক-পরিচালক লেখেন, “দারুণ লাগছে, আমাদের ‘কাহানি’কে এত ভালবাসা দিয়েছে আমি প্রবলভাবে কৃতজ্ঞ, খুশির ঠিকানা নেই।”

Karan-Johar-Insta

[আরও পড়ুন: ‘বোকাদের রাজনীতিতে আগ্রহ কোনওদিন ছিল না’, আচমকা কেন এমন মন্তব্য অঞ্জন দত্তর? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement