Advertisement
Advertisement
Bryan Adams

কলকাতায় ব্রায়ান অ্যাডামস, শহরে পা দিয়ে কী বললেন ‘রক লেজেন্ড’?

প্রথমবার শো করতে কলকাতায় এলেন কিংবদন্তি শিল্পী।

Rock Legend Bryan Adams reaches Kolkata
Published by: Suparna Majumder
  • Posted:December 7, 2024 8:55 pm
  • Updated:December 7, 2024 9:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহর কলকাতায় এসে পৌঁছলেন ব্রায়ান অ্যাডামস। রবিবার তাঁর সুরেলা সন্ধ্যার সাক্ষী থাকবেন বাংলার শ্রোতারা। যাঁর ‘সামার অফ ৬৯’ ছেলেবেলার কথা মনে করিয়ে দেয়, ‘স্ট্রেট ফ্রম দ্য হার্ট’ ভালোবাসতে শেখায়, সেই মানুষকে কাছে পেয়ে বিমানবন্দরেও ছিল বাধভাঙা উচ্ছ্বাস। যা দেখে ‘রক লেজেন্ড’-এর মুখেও ছিল হাসি। খুব সামান্য কথায় সাংবাদিকদের জানিয়ে দিলেন, এই শহরে এসে খুশি তিনি।

Bryan-Adams 1

Advertisement

যাঁর গানের ভক্ত গোটা বিশ্ব, গোটা দেশ, সেই শিল্পীই এবার প্রথমবার পা রাখলেন সিটি অফ জয়ে। এদিন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ৪বি গেট থেকে যখন ব্রায়ান বেরিয়ে আসেন, তাঁর চারপাশে ছিল অনুরাগী ও সংবাদমাধ্যমের ভিড়। সেই ভিড়ের মধ্যেই থেকে প্রশ্ন আসে কেমন লাগছে কলকাতা এসে। কিংবদন্তির জবাব, ‘খুব খুশি।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

এর আগে ভারতে পাঁচবার এলেও, কলকাতায় ব্রায়ানের একবারও আসা হয়নি। হয়তো এবারটিও হত না। কারণ ‘ব্রায়ান অ্যাডামস ইন্ডিয়া ট্যুর’ ঘোষণা হওয়ার পর জানা গিয়েছিল, তিনি আসছেন ভারতের ‘রক ক্যাপিটল’ শিলংয়ে। কিন্তু পরে কলকাতার ভাগ্যে এই শো জোটে। এর জন্য মহেশ ভূপতি সাহায্য করেছেন। এমনটাই সংবাদ প্রতিদিন ডিজিটালকে জানান বিশ্বখ্যাত পপ এবং রক তারকার কলকাতা সফরের অন্যতম আয়োজক রাজদীপ চক্রবর্তী।

এর আগে এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “মহেশ ভূপতির সহায়তায় আমরা কলকাতায় ব্রায়ানের শো-টা করতে পারছি। প্রথমে তো ঠিক ছিল না। তবে টানা ১০ দিন ধরে নানা আলোচনার পর কলকাতায় শো করতে রাজি হয়েছেন। এটা সত্যিই কলকাতার মানুষের কাছে বড় প্রাপ্তি।” রবিবার সন্ধ্যায় অ্যাকুয়াটিকায় অনুষ্ঠিত হবে ব্রায়ানের শো। টিকিটের দাম শুরু করা হয় ১,৯৬৯ । গায়কের ‘সামার অফ ৬৯’ গান থেকে অনুপ্রাণিত হয়েই এরকম দাম রাখা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement