সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত হ্যারি পটার ছবির ‘হ্যাগরিড’ স্কটিশ অভিনেতা রবি কোলট্র্যান। ৭২ বছর বয়সে স্কটল্যান্ডের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। হ্যারি পটারের সব কটি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন রবি কোলট্র্যান। শুক্রবার তাঁর মৃত্যুর খবর তাঁর এজেন্ট বেলিন্দা রাইট সংবাদমাধ্যমকে জানিয়েছে।
রবির আসল নাম অ্যান্থনি রবার্ট ম্যাকমিলান। ১৯৫০ সালে দক্ষিণ ল্যাঙ্কাশায়ারে অভিনেতার জন্ম হয়। ছোটবেলা থেকেই শিল্প ও সংস্কৃতির অনুরাগী ছিলেন। অভিনেতার বাবা ছিলেন একজন শিক্ষক ও মা ছিলেন একজন পিয়ানোবাদক। নিজেও পিয়ানো বাজাতে জানতেন অভিনেতা।
ছোটবেলা থেকেই অভিনয় করতে চেয়েছিলেন রবি কোলট্র্যান। আটের দশকে একটি টেলিভিশন সিরিজের মধ্যে দিয়ে অভিনয় জীবন শুরু করেন রবি। ১৯৮৩ সালে কমেডি সিরিজ ‘আলফ্রেসকো’, ১৯৮৭ সালে ‘টুটি ফ্রুটি’ নামক সিরিজে নজর কাড়েন। ১৯৯৩ থেকে ১৯৯৫ অবধি টেলিভিশন সিরিজ ‘ক্র্যাকার’-এ অভিনয় করে ভূয়শী প্রশংসা পান রবি। ১৯৯৪ থেকে ১৯৯৬ সালের মধ্যে তিনি পর পর তিন বার ‘বাফটা’ পুরস্কার জেতেন।
I’ll never know anyone remotely like Robbie again. He was an incredible talent, a complete one off, and I was beyond fortunate to know him, work with him and laugh my head off with him. I send my love and deepest condolences to his family, above all his children. pic.twitter.com/tzpln8hD9z
— J.K. Rowling (@jk_rowling) October 14, 2022
তবে হ্যারি পটারের প্রিয় শিক্ষক ‘হ্যাগরিড’-এর চরিত্রে অভিনয় করে গোটা বিশ্বের নজরে পড়েন তিনি। অভিনেতার মৃত্যুতে হ্যারি পটার লেখিকা জে কে রাউলিং সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন। শোকপ্রকাশ করেছেন হ্যারি পটার ছবির গোটা টিম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.