Advertisement
Advertisement

Breaking News

Shilpa Shetty

শিল্পা শেট্টির বাংলোয় ডাকাতি! মুম্বই পুলিশের হাতে আটক ২

অভিনেত্রীর বাড়িতে বড়সড় ডাকাতি!

Robbery at Shilpa Shetty's Juhu residence, Mumbai police detained 2 | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 15, 2023 1:50 pm
  • Updated:June 15, 2023 1:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিপাড়ায় বর্তমানে চোর-ডাকাতের উৎপাত সম্ভবত বেড়েছে! একের পর এক তারকার বাড়িতে চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। কারও লকার থেকে উধাও হচ্ছে লক্ষ লক্ষ টাকা। আবার কারও বাড়ি থেকে চুরি হচ্ছে বহুমূল্য হিরের গয়না। এবার শিল্পা শেট্টির বাংলোয় ডাকাতির ঘটনা ঘটল।

প্রসঙ্গত, গত সপ্তাহে শিল্পার জুহুর বাংলো থেকে খোয়া গিয়েছে বেশকিছু বহুমূল্য জিনিসপত্র। টের পেয়েই তড়িঘড়ি স্থানীয় জুহু থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। এরপরই তদন্তে নামে মুম্বই পুলিশ। কে বা কারা শিল্পা শেট্টির বাড়িতে এই ডাকাতি চালাল? সেই সম্পর্কে বিস্তারিত তথ্য ফাঁস না করলেও জানা গিয়েছে বৃহস্পতিবার ২ জনকে আটক করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: ব্রাজিল যাওয়ার পথে ‘সীতা মা’ বলে পিছু ডাক, চিৎকার! বিরক্ত হয়ে মুখ ফেরালেন আলিয়া

শিল্পার বাড়িতে ডাকাতির ঘটনার ওই ২ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে, পুলিশি সূত্রে এমনটাই জানা গিয়েছে। দিন কয়েক আগেই জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশার টাকা চুরি গিয়েছিল। সলমন খানের বোন অর্পিতার ঘর থেকেও চুরি হয় হিরের গয়না। প্রসঙ্গত, জুনের ৮ তারিখেই জন্মদিন পালন করেছেন বলিউড অভিনেত্রী। বর্তমানে পরিবারের সঙ্গে ইতালিতে ছুটি কাটাচ্ছেন শিল্পা শেট্টি।

উল্লেখ্য, ২০২১ সালে ‘হাঙ্গামা ২’ সিনেমা দিয়েই ১৪ বছর পর পর্দায় প্রত্যাবর্তন করেছেন শিল্পা। যদিও স্বামী রাজ কুন্দ্রার পর্নকাণ্ডের জেরে সেই সিনেমার ব্যবসা ডুবেছে। এরপর রোহিত শেট্টি পরিচালিত ‘সুখী’ সিরিজের সুবাদেই ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন তিনি। যেখানে পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শিল্পা শেট্টিকে।

[আরও পড়ুন: পড়ন্ত বিকেলে রোম্যান্সে গদগদ ভিকি-ক্যাটরিনা! ফোড়ন কাটলেন অর্জুন কাপুর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement