Advertisement
Advertisement

Breaking News

New Bengali Film

টলিউডে নতুন জুটি, ইন্দ্রনীল রায়চৌধুরীর ছবিতে অভিনয় করছেন ঋত্বিক-তুহিনা

ছবিতে থাকছেন ব্রাত্য বসুও।

Ritwick Chakraborty Tuhina Das Bratya Basu in new Bengali film
Published by: Suparna Majumder
  • Posted:September 6, 2020 5:54 pm
  • Updated:September 6, 2020 5:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রথম ছবিতেই অপর্ণা সেনের মতো পরিচালকের পরিচালনায় যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যর মতো দক্ষ অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন। প্রশংসাও পেয়েছেন। এবার টলিউডের আরেক পোড় খাওয়া অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর (Ritwik Chakraborty) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তুহিনা দাস (Tuhina Das)। পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরীর নতুন ছবিতে একসঙ্গে দেখা যাবে দু’জনকে। থাকছেন ব্রাত্য বসুও (Bratya Basu)।

‘ফড়িং’ খ্যাত পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী এবার সাহিত্যভিত্তিক ছবি তৈরি করতে চলেছেন। সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের ‘যতীন দারোগার বেদান্ত’ অবলম্বনে ছবি তৈরি করবেন তিনি। ছবিতে ঋত্বিক চক্রবর্তী এবং তুহিনা দাসের পাশাপাশি অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করবেন ব্রাত্য বসু। ব্রাত্য বসু এই নিয়ে তৃতীয়বার ইন্দ্রনীল রায়চৌধুরীর (Indranil Roy Chowdhury) পরিচালনায় কাজ করছেন।

Advertisement

[আরও পড়ুন: প্রথম পর্যায়ের কেমোথেরাপি সফল, কেমন আছেন ক্যানসার আক্রান্ত সঞ্জয় দত্ত?]

ইতিমধ্যেই বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে ইন্দ্রনীলের শেষ ছবি ‘মায়ার জঞ্জাল’। তাই পরিচালকের নতুন ছবিতে এক মফস্বলের মেয়ের চরিত্রে অভিনয় করতে মুখিয়ে রয়েছেন তুহিনা। ব্রাত্য বসুরও নতুন ছবির চিত্রনাট্য বেশ পছন্দ হয়েছে বলে জানা গিয়েছে।

২০১৯ সালে মুক্তি পেয়েছিল অপর্ণা সেন (Aparna Sen) পরিচালিত যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta), অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) এবং তুহিনা দাস অভিনীত ‘ঘরে বাইরে আজ’। ‘যতীন দারোগার বেদান্ত’ ছাড়াও নায়িকার আগামী ছবির তালিকায় রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) জীবন নির্ভর ছবি ‘অভিযান’। ছবিতে নাকি ওয়াহিদা রহমানের চরিত্রে অভিনয় করেছেন তুহিনা। সৌম্যজিৎ মজুমদারের আসন্ন ছবি ‘হোম কামিং’-এও রয়েছেন তিনি। ব্রাত্য বসু ব্যস্ত রয়েছেন নিজের পরিচালিত ছবি ‘ডিকশনারি’ নিয়ে। সব কিছু ঠিকঠাক থাকলে অদূর ভবিষ্যতে ছবির শুটিং শুরু করবেন পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী। করোনা (CooronaVirus) পরিস্থিতিতে সেটে সমস্ত সুরক্ষাবিধি মেনেই শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।    

[আরও পড়ুন: ‘ভালবাসা অপরাধ হলে রিয়া চক্রবর্তী গ্রেপ্তার হতে তৈরি’, বলছেন অভিনেত্রীর আইনজীবী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement