সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের বক্স অফিসে জমজমাট খেলা! ‘পুষ্পা ২’ দৌড়াত্ম্যেই চার-চারটে বাংলা সিনেমা রিলিজ করেছে। ‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’, ‘৫ নং স্বপ্নময় লেন’। হলে শো পাওয়া নিয়ে প্রথমটায় ‘পুষ্পা’র জন্য দেব অসন্তোষ প্রকাশ করলেও বক্স অফিসে কিন্তু দিন দুয়েকেই ২ কোটির উপর লক্ষ্মীলাভ করে ফেলেছে ‘খাদান’। অন্যদিকে দক্ষিণ কলকাতার কোনও সিঙ্গল স্ক্রিনে ঠাঁই পায়নি রাজ চক্রবর্তীর ‘সন্তান’ (Shontaan)। প্রিমিয়ারে মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী এবং শুভশ্রী অভিনীত সিনেমা দেখে যেখানে দর্শকরা কাঁদতে কাঁদতে হল ছেড়েছেন, সেই ছবি কম শো পাওয়ায় যে ব্যবসায় প্রভাব পড়েছে, তা বলাই বাহুল্য! এদিকে ‘খাদান’কে (Khadaan) কমার্শিয়াল হিট হিসেবে ইতিমধ্যেই গণ্য করেছেন সিনেবিশেষজ্ঞরা। সেই আবহেই নামোল্লেখ না করে দেব অনুরাগীদের বিদ্রুপ করে পোস্ট করেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। যার জেরে রে-রে করে উঠলেন নেটপাড়ার একাংশ।
তিন ‘চক্রবর্তী সন্তানের’ ‘সন্তান’ মার্কশিটে সিনেসমালোচকদের কলমে ঝকঝকে নম্বর পেলেও হলে শো সংখ্যা সীমিত হওয়ায় ব্যবসার গ্রাফে খানিক পিছিয়ে পড়েছে। অন্যদিকে বাংলাজুড়ে ‘খাদান’ দাপটে টলিউড সিনে ইন্ডাস্ট্রির ব্যবসা চাঙ্গা। দেব নিজেও রবিবার উচ্ছ্বাস প্রকাশ করে দর্শকদের ধন্যবাদ জানিয়ে বাংলা কমার্শিয়াল সিনেমার প্রত্যাবর্তনের কথা বলেছেন। আর সেই আবহেই ঋত্বিক চক্রবর্তীর একটা পোস্টে শোরগোল! কী এমন লিখেছেন অভিনেতা, যার জেরে নিজেই ট্রোলড হতে হল তাঁকে? নাম না করেই ঋত্বিক লেখেন, “চা দোকানের লোকটাকে এখুনি বলতে শুনলাম- ‘সোশ্যাল ডিলেমায় দেখিয়েছিল কিছু ছিঁচকে কিস্যু না বুঝে সিনেমা বাণিজ্য কমার্স নিয়ে নিজদের গ্যাদগ্যাদে জ্ঞান বিলিয়ে দেবে অকাতরে আর কত সহজেই প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু গত্ত!’ আমিও ট্রেন্ড অনুযায়ী না বুঝেই শেয়ার করলাম কথাটা। এদিকে চারটে ভিন্ন স্বাদের জমজমাট বাংলা ছবি চলছে। আপনার পছন্দ মতো হলে গিয়ে দেখুন।”
দেবের নামোল্লেখ না করলেও এই পোস্ট যে তাঁরই অনুরাগীদের উদ্দেশে, তা বুঝতে আর দেরি হয়নি কারও। অতঃপর কোমর বেঁধে একযোগে ঋত্বিককে পালটা ‘খাদান’ দেখার পরামর্শ দিলেন তাঁরা। একদিকে যখন বাংলা সিনেমার সুদিন আর দুর্দিন নিয়ে আলোচনার অন্ত নেই। সোশাল মিডিয়ায় মাঝেমধ্যেই লম্বা হ্যাজ নামিয়ে প্রতিবাদী রব ওঠে! ‘বাংলা সিনেমার পাশে দাঁড়ান’- এমন কাতর আর্জিও শোনা যায় বারংবার। উপরন্তু অতিমারী উত্তর পর্বে ইন্ডাস্ট্রির লক্ষ্মীভাণ্ডারে ভাঁটা! খান কয়েক সিনেমার হাত ধরে সুদিন ফিরলেও এই স্লট না পাওয়ার বিষয়টি মাঝেমধ্যেই চাগাড় দিয়ে ওঠে। এবারও একসঙ্গে চারটে সিনেমা মুক্তি পাওয়ায় হল মালিকদের মাথায় হাত পড়েছিল স্লট ভাগ নিয়ে। তবে ‘খাদান’-এর ক্যাশবাক্স ফুলেফেঁপে উঠতেই ফোঁস করে ওঠেন ঋত্বিক চক্রবর্তী। যা নেটপাড়ার একাংশের মোটেই পছন্দ হয়নি। তাই পালটা অভিনেতাকে দেব-যিশুর ছবি দেখার পরামর্শ দিয়েছেন। শুধু সিনেমা নয় বাস্তবেও সৌজন্যবোধের জেরেই সকলের মন জিতে হিরো দেব। সম্ভবত সেই প্রেক্ষিতেই সিনেমাপ্রেমী না হলেও অনেকে দেবের বিরুদ্ধে কটু কথা মানতে নারাজ!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.