Advertisement
Advertisement

Breaking News

Ritwick Chakraborty

‘ইর্ন্টানকে ঠাটিয়ে চড়…’, কঙ্গনা থেকে ‘টেস্টটিউব নরেন’, সবাইকে একবাক্যে বিঁধলেন ঋত্বিক

মোদি-আদানির 'নাদানি' নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা।

Ritwick Chakraborty slams Kangana Ranaut, Modi to Adani
Published by: Sandipta Bhanja
  • Posted:June 7, 2024 11:38 am
  • Updated:June 7, 2024 4:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঙ্গনা রানাউতের ‘চড় কাণ্ড’ নিয়ে সোশাল মিডিয়া সরগরম। বিমানবন্দরে কর্তব্যরত মহিলা জওয়ান কুলবিন্দর কৌরের বুকের পাটা দেখে ধন্য ধন্য করছেন সিংহভাগ নেটবাসিন্দারা। সেই সুরে সুর মিলিয়ে এবার একবাক্যে ভায়া কঙ্গনা হয়ে নরেন্দ্র মোদি থেকে আদানি, সকলকেই বিঁধলেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)।

বিগত কয়েক দিন ধরেই টলিউড অভিনেতার সোশাল মিডিয়ায় রাজনৈতিক পোস্টের ভিড়। কখনও অযোধ্যায় বিজেপির হার নিয়ে বিদ্রুপ করছেন তো কখনও বা আবার মোদির ‘সিনেমা না হলে গান্ধীকে কেউ চিনতেন না’, মন্তব্য নিয়ে কটাক্ষ করছেন। এবার কঙ্গনা রানাউতের চড় নিয়ে একসূত্রে গেঁথে খোঁচা দিলেন মোদি-আদানি থেকে মাণ্ডির নবনির্বাচিত তারকা সাংসদকে। ঋত্বিক তাঁর পোস্টে লিখেছেন, “ইর্ন্টানকে ঠাটিয়ে একটা চড় মেরে এয়ারপোর্টে পাদানিতে বসে চার তারিখের আগেই শেয়ারের দালালি ভাগাভাগি করলো টেস্টটিউব নরেন। একি নাদানি?” বলাই বাহুল্য, অভিনেতা এখানে ‘ইর্ন্টান’ বলতে সদ্য রাজনৈতিক ইনিংস শুরু করা কঙ্গনা রানাউতকে বিঁধেছেন। শেয়ারের দালালি এবং বিমানবন্দরের প্রসঙ্গ টেনে গৌতম আদানিকে খোঁচা দিয়েছেন এবং সর্বপরি, ‘টেস্টটিউব নরেন’ বলতে যে ঋত্বিক মোদিকেই কটাক্ষ করেছেন তা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন পড়ে না। আসলে দিন কয়েক আগেই নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, “আমার জন্ম বায়োলজিক্যাল নয়।” তাঁর এহেন মন্তব্যে বিরোধী শিবিরগুলোতেও হাসির রোল উঠেছিল। এবার কঙ্গনাকে টেনেই ফের মোদিকে কটাক্ষ টলিউড অভিনেতার।

Advertisement

[আরও পড়ুন: দিল্লিতে পা রাখতেই তাড়া করল চড় কাণ্ডের ‘অভিশাপ’! ক্যামেরা দেখেই মুখ ফেরালেন কঙ্গনা]

ঠিক কী বলেছিলেন মোদি? তাঁর দাবি, “মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। আমার জন্ম বায়োলজিক্যাল নয়। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন। আমাকে সামর্থ্যও তিনি দিয়েছেন, সদিচ্ছাও তিনি দিয়েছেন, প্রেরণাও তিনিই দিচ্ছেন।” প্রধানমন্ত্রীর এই ‘ঈশ্বরের দূত’ মন্তব্যে নিয়ে তীব্র আক্রমণ এসেছে বিরোধী শিবির থেকে। এবার কঙ্গনার চড় কাণ্ড নিয়ে মুখ খুলতে গিয়ে সেই প্রসঙ্গ টেনে খোঁচা দিলেন ঋত্বিক চক্রবর্তীও।

বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে নামতেই কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) সপাটে চড় মারার অভিযোগ উঠেছে কুলবিন্দর কৌর নামে এক মহিলা জওয়ানের বিরুদ্ধে। যা নিয়ে রীতিমতো সরগরম সোশাল মিডিয়া! চণ্ডীগড়ের সেই চড় কাণ্ড দিল্লিতে পা রাখার পরও পিছু ছাড়েনি কঙ্গনার! বৃহস্পতিবার রাতে রাজধানীর বিমানবন্দরে নামতেই মাণ্ডির নবনির্বাচিত ‘ক্যুইন’কে প্রায় ছেঁকে ধরলেন সকলে।

[আরও পড়ুন: ‘পাঞ্জাবে সন্ত্রাস বাড়ছে’, চড় কাণ্ডে বিস্ফোরক কঙ্গনা! ‘ক্যুইন’-এর পাশে মাণ্ডির পরাস্ত ‘রাজা’ বিক্রমাদিত্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement