সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই ‘পার্সেল’-এর শুটিং শেষ হয়েছে। পরিচালনায় ‘পিউপা’ খ্যাত ইন্দ্রাশিস আচার্য। আপাতত চলছে শুটিং পরবর্তী কাজ। মানে পোস্ট প্রোডাকশন। এর মাঝেই মুক্তি পেল ‘পার্সেল’-এর ফার্স্টলুক। সেই পোস্টারেই নতুন অবতারে দেখা গেল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।
সম্পর্কের চোরা বাঁক, মানসিক টানাপোড়েনে জর্জরিত এক মহিলার চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। আর তার ইঙ্গিত মিলল ‘পার্সেল’-এর পোস্টারেই। আবারও ‘বিলু রাক্ষস’-এর পর ‘পার্সেল’-এর হাত ধরে একই ফ্রেমে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শাশ্বত চট্টোপাধ্যায়কে। এই ছবি সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী। ঋতুপর্ণা এবং শাশ্বত ছাড়াও ইন্দ্রাশিসের আগামী ছবিতে অভিনয় করছেন শ্রীলা মজুমদার ও অম্বরীশ ভট্টাচার্য। সম্প্রতি পরিচালক নিজেই তাঁর টুইটারে প্রকাশ্যে এনেছেন ‘পার্সেল’-এর ফার্স্টলুক।
‘পার্সেল’-এর গল্পটা কেমন? জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নিজেই৷ তিনি বলেন, ‘‘প্রথমত, এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার৷ ‘ভয়’ নামক বস্তুটি একটি সম্পর্কে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে, তার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য৷ এই ছবিতে আমার চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং৷ তাই মন প্রাণ দিয়ে সেরা অভিনয়ের চেষ্টা করছি৷’’ ইন্দ্রাশিসের সঙ্গে কাজের অভিজ্ঞতা তাঁর একেবারে অন্যরকম বলেই দাবি অভিনেত্রীর৷ ‘পার্সেল’-এর চিত্রনাট্য যেমন মন ছুঁয়ে গিয়েছে ঋতুপর্ণার, তেমনই আবার গানগুলিও বিশেষভাবে আকর্ষণ করেছে তাঁকে৷ আর তাই বোধহয় এই ছবির ব্যাপারে ঋতুপর্ণার উৎসাহের পারদ ঊর্ধ্বমুখী৷
সাইকোলজিক্যাল থ্রিলারের পরিচালক ইন্দ্রাশিস অবশ্য ছবি সম্পর্কিত সবকিছু গোপন রাখতেই ইচ্ছুক৷ তিনি জানান, ‘‘একটি পার্সেলকে কেন্দ্র করেই ছবি শুরু হবে৷ প্রথম দৃশ্যেই দেখা যাবে একজন গৃহবধূ দরজা খুলে অপরিচিত ব্যক্তির হাত থেকে একটি পার্সেল নিচ্ছেন৷ তারপর ওই পার্সেলকে কেন্দ্র করেই এগোবে গল্প৷’’ ‘পিউপা’র দৌলতে ইন্দ্রাশিস আচার্য অবশ্য এখন বাংলা ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত নাম। কারণ, দেশে-বিদেশে সমাদৃত হয়েছে তাঁর এই ছবি। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগে তিনি এবার বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে নিয়ে যেতে চান ‘পার্সেল’কে। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছে জয় সরকার।
First look Parcel . @DamineeB @andyact @RituparnaSpeaks pic.twitter.com/1SWmANVMqk
— Indrasis Acharya (@indrasis123) August 23, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.