Advertisement
Advertisement

Breaking News

Rituparna Sengupta

‘জীবন ঘোর অনিশ্চিত’, অভিনেত্রী ঋতুপর্ণার নতুন টুইটে কীসের ইঙ্গিত?

পোস্ট করা ছবিতেও বিষণ্ণতার ছোঁয়া।

Rituparna Sengupta tweets about life's unpredcitabilty | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 23, 2021 6:10 pm
  • Updated:April 23, 2021 7:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক অদ্ভুত সময়ে দাঁড়িয়ে রয়েছে দেশ। মাথার উপরে ক্রমশ ঘন হচ্ছে করোনার (Coronavirus) ছায়া। অতিমারীর (Pandemic) দিনগুলিতে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। এই সময়ে দাঁড়িয়ে শুক্রবার বিষণ্ণতার ছোঁয়া লাগা এক টুইট করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। লিখলেন, ‘জীবন ঘোর অনিশ্চিত।’

গত মার্চেই করোনা আক্রান্ত হয়েছিলেন টলিউড তারকা। যেতে হয়েছিল আইসোলেশনে। তবে আপাতত সুস্থ তিনি। তবুও এই ঘোর ক্রান্তিকালে তাঁর টুইটে বিষাদের সুর। ঠিক কী লিখেছেন ঋতুপর্ণা? শুক্রবার সকালে তাঁকে নিজের টুইটারে লিখতে দেখা যায়, ‘‘জীবন ঘোর অনিশ্চিত। প্রতিদিনই এক যুদ্ধ। সমুদ্রের অসংখ্য ঢেউয়ের মতো একের পর এক বাধাকে পেরিয়ে যেতে হয়। তবুও আমরা আশাকে হারাতে পারি না। আমাদের স্বপ্ন দেখতে হবে। যাঁরা আক্রান্ত তাঁদের সকলের জন্যই প্রার্থনা ও আরোগ্য করে যেতে হবে। ঈশ্বর আমাদের ব্রহ্মাণ্ডকে রক্ষা করুন।’’

Advertisement

[আরও পড়ুন: ‘রাধে’র ট্রেলার প্রকাশ্যে আসতেই ছবি বয়কটের ডাক, সুশান্ত অনুরাগীদের রোষানলে সলমন]

কেবল লেখাতেই নয়, সঙ্গের ছবিতেও বিষণ্ণতার স্পর্শ। সেখানেও নায়িকা যেন এক বিষাদ প্রতিমা। নদীর তীরে দাঁড়িয়ে তোলা সেই ছবিতে দেখা যাচ্ছে তাঁর খোলা চুল এসে ছুঁয়ে দিচ্ছে মুখ। কপালে লাল টিপ। দু’চোখ ও গোটা মুখেই যেন মনখারাপের প্রকাশ।

আসলে গোটা দেশেই রাতারাতি লাফিয়ে বাড়তে শুরু করেছে সংক্রমণ। অন্য সব দেশকে দৈনিক সংক্রমণে কেবল হারিয়ে দেওয়াই নয়, রোজই সেই রেকর্ড ভেঙে নয়া নজির গড়ছে ভারত। সেই ভয়াবহতার স্পষ্ট চিহ্ন আমাদের রাজ্যেও। বাদ নেই বাংলার বিনোদন‌ দুনিয়াও। কৌশিক সেন, ইন্দ্রাণী দত্ত থেকে শুরু করে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান- অনেকেই সংক্রমিত হয়েছেন। সব মিলিয়ে, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার লাইন সামান্য বদলে বলাই যায়, ‘এ বড় সুখের সময় নয়, এ বড় আনন্দের সময় নয়।’

সেই ঘোর আশঙ্কার সময়ে দাঁড়িয়ে ঋতুপর্ণার এই পোস্ট। তবে নিরাশার মধ্যেই আশার দিকে এগিয়ে চলার বার্তাই দিয়েছেন অভিনেত্রী। সকলকে ভরসা জুগিয়েছেন। সাহস জুগিয়েছেন বিপদের সামনেও অবিচলিত থাকার। তাঁর পোস্টের উত্তরে নেটিজেনরা তাঁকেও সাবধানে থাকার বার্তা দিয়েছেন।

[আরও পড়ুন: গায়ের রং নিয়ে অশালীন মন্তব্য, স্ক্রিনশট শেয়ার করে তীব্র প্রতিবাদ অভিনেত্রী শ্রুতির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement