Advertisement
Advertisement
Rituparna Sengupta

শিল্পার ফ্রেমে বাধা ঋতুপর্ণা! বাংলার ‘ক্যুইন’কে দেখে কী করলেন মুম্বইয়ের শেট্টি? দেখুন ভিডিও

ছবি তুলছিলেন শিল্পা শেট্টি, সামনে দিয়ে ঋতুপর্ণাকে যেতে দেখে কী বললেন?

Rituparna Sengupta, Shilpa Shetty's video goes viral
Published by: Sandipta Bhanja
  • Posted:April 8, 2024 3:19 pm
  • Updated:April 8, 2024 3:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। অভিনেত্রীর ফিল্মি কেরিয়ারে হিন্দি সিনেমার সংখ্যাও কম নয়! সম্প্রতি মুম্বইতে টাইমস ফুড নাইট লাইফ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন ঋতুপর্ণা। সেখানকার রেড কার্পেটে যা ঘটল, তা নেটপাড়ায় ভাইরাল।

লাল গালিচায় ছবি তুলছিলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। সামনে দিয়ে আচমকাই চলে যান ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রী অবশ্য অজান্তেই সেখান দিয়ে যাচ্ছিলেন। পরনে লাল আনারকলি সালোয়ার। খোলা চুলে টলিউডের ‘ক্যুইন’ যেন মোহময়ী হয়ে উঠেছিলেন। আর অভিনেত্রীকে সামনে দিয়ে চলে যেতে দেখে শিল্পা শেট্টি কিন্তু কোনওরকম বিরক্ত প্রকাশ করেননি। বরং হাসিমুখেই সেটা ইশারা করে দেখালেন পাপারাজ্জিজদের। রেড কার্পেটে দুই নায়িকার সেই ভিডিও আপাতত ভাইরাল নেটপাড়ায়।

Advertisement

[আরও পড়ুন: শাড়ি পরেই মারকাটারি অ্যাকশন, রোমহর্ষক ‘পুষ্পা দ্য রুল’-এর টিজারে দুরন্ত আল্লু অর্জুন]

‘ম্যায় মেরি পত্নী অউর ওহ’ সিনেমায় রাজপাল যাদবের বিপরীতে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন ঋতুপর্ণা। বর্তমানে অবশ্য বলিউডের কাজ নির্বাচনের ক্ষেত্রে তিনি বেশ সচেতন। বেশ কয়েকটি কাজও রয়েছে ঝুলিতে। ওদিকে রাহুল বোসের সঙ্গে ফের জুটিতে দেখা যাবে ঋতুপর্ণাকে। প্রায় দুই দশক পরে ফিরছে ‘অনুরণন’-এর রাহুল-নন্দিতা জুটি। অভিনেতা নিজেই সম্প্রতি সংবাদ প্রতিদিন ডট ইন-কে জানিয়েছেন সেকথা।

[আরও পড়ুন: ‘আলিয়া কোথায়?’, ৬ কোটির গাড়িতে ভক্তরা হামলে পড়তেই রেগে কাঁই রণবীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement