Advertisement
Advertisement

Breaking News

Rituparna Sengupta

টলিউডের অ্যান্থোলজি ফিল্মে ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনয়ের জন্য নেবেন না কোনও পারিশ্রমিক

'টলিউড ক্যুইন' ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়ে দিয়েছেন।

Rituparna Sengupta in tollywood anthology, won't take fees for act | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 7, 2023 2:31 pm
  • Updated:July 7, 2023 3:37 pm  

শম্পালী মৌলিক: টলিউডের অ‌্যান্থোলজি ফিল্মের মুখ্য চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত। যে ছবির পরিচালনায় থাকছেন প্রসেনজিৎ বিশ্বাস। মোট চারটি গল্প নিয়ে ছবি। ‘টলিউড ক্যুইন’ ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। আর সবথেকে চমকপ্রদ খবর হল, এই ইন্ডিপেনডেন্ট ছবিতে অভিনয়ের জন‌্য তিনি কোনও পারিশ্রমিক নিচ্ছেন না। পরিচালক খোদ জানিয়েছেন সেকথা।

প্রসেনজিৎ তাঁর চতুর্থ ছবির প্রস্তুতি চালাচ্ছেন জোরকদমে। প্রসঙ্গত, এই অবশ্য প্রথম নয়। নতুন প্রতিভাদের পাশে এর আগেও দাঁড়িয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই ভাবনা থেকেই যে তিনি প্রসেনজিতের ছবিতে রাজি হয়েছেন, তা বলাই বাহুল্য।

Advertisement

[আরও পড়ুন: ‘ব্যঙ্গ, রঙ্গ সম্মেলন কোথায় হয় বদ্দা?’, বঙ্গ সম্মেলন নিয়ে চলতি দক্ষযজ্ঞের মাঝেই ‘ঘি’ ঋত্বিকের]

উল্লেখ্য, এই অ‌্যান্থোলজি ফিল্মে ঋতুপর্ণা সেনগুপ্তর বিপরীতে থাকবেন কৌশিক সেন। এই ছবির নাম ‘অন্ত‌রীপ: ফাইনালি’। গল্পটা কেমন? প্রসেনজিৎ বলছেন, “একটা জুটি কলকাতার বাইরে যাচ্ছে, রিট্রিট-এর জন‌্য। তারা হচ্ছে জয়িতা আর ঋত্বিক। বেশ কিছুদিন হল তারা সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। মেয়েটি কিছু একটা বলতে চায় তার একদা প্রেমিক তথা স্বামীকে। সে একজন ফিল্মমেকার। আর মেয়েটি সাংবাদিক। কিছুটা সময় তারা একসঙ্গে কাটাবে একান্তে এমনটাই উদ্দেশ‌্য। এবারে তাদের সম্পর্কের পরিণতি কোন দিকে যায় সেটাই দেখার।”

প্রসেনজিৎ বিশ্বাসের অ‌্যান্থোলজির এই গল্পটা ‘যুগান্ত’ থেকে অনুপ্রাণিত। পরিচালকের শ্রদ্ধার্ঘ‌্য। এই ফিল্মটির মিউজিক করবেন ময়ূখ ভৌমিক। ক‌্যামেরার দায়িত্বে গোপী ভগৎ। প্রসঙ্গত, প্রসেনজিতের আগের দু’টি গল্পের (‘ট্রুলি’ এবং ‘ডিপলি’) শুটিং হয়ে গিয়েছে। চতুর্থ গল্পটির শুটিং শুরু হবে আগস্ট মাসে। সব ঠিকঠাক চললে এমন কাস্ট নিয়েই এগোবেন পরিচালক। তৃতীয় গল্পটির শুটিং হতে পারে সেপ্টেম্বরে।

[আরও পড়ুন: ‘পুরুষ মাস্টারমশাইরা একযোগে আমাকে কোণঠাসা করেন’, বিস্ফোরক গায়িকা সাহানা বাজপেয়ী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement