বিশেষ সংবাদদাতা: কলকাতার বাইরে থাকায় ১৪ আগস্ট নারীদের রাত দখলে পথে নেমে প্রতিবাদে অংশ নিতে পারেননি ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে নিজের মতো করে শঙ্খ বাজিয়ে সোচ্চার হয়েছিলেন আর জি কর নির্যাতিতার বিচার চেয়ে। সেই ভিডিও নিয়ে নেটপাড়ায় কম কটাক্ষের শিকার হতে হয়নি অভিনেত্রীকে। তবে এত ট্রোল, নিন্দুকদের আক্রমণ সত্ত্বেও আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ-খুনের ঘটনায় তাঁর মনের ক্ষত এখনও দগদগে হয়ে রয়েছে। তাই শনিবার আর জি কর নির্যাতিতার বিচার চেয়ে পথে নামছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
এদিন সন্ধেবেলা টালিগঞ্জে আর্টিস্ট ফোরামের জমায়েতে হাজির হবেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রির সহ-শিল্পীদের সঙ্গে গর্জে উঠবেন এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে। এপ্রসঙ্গে ঋতুপর্ণা জানিয়েছেন, “আমি সবসময়ে এই আন্দোলনের সঙ্গে ছিলাম। আমি দেশের বাইরে ছিলাম, কিন্তু আমার মন পড়ে ছিল এখানেই। সেদিন সারা রাত আমি একটা টিভি চ্যানেলে ছিলাম। প্রতীকী প্রতিবাদ করেছিলাম শঙ্খ বাজিয়ে। অনেকে আমায় ট্রোল করছেন, কিন্তু তাতে আমার কিছু এসে-যায় না। আমি এই প্রতিবাদে ছিলাম, আছি আর থাকব। তাই শহরে ফিরে আজকেই আমি পথে নামছি! দ্রুত সুবিচার হোক, এটুকুই চাই।” সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী।
জানা গিয়েছে, আর্টিস্ট ফোরামের জমায়েতে হাজির থাকবেন দেবও। আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় খোদ এই খবরে সিলমোহর বসিয়েছেন। তিনিও এও জানিয়েছেন যে, দেবের পাশাপাশি রুক্মিণী মৈত্রও উপস্থিত থাকতে পারেন। তবে আর্টিস্ট ফোরামের এই প্রতিবাদী জমায়েতে সম্ভবত হাজির থাকতে পারছেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়রা। কারণ উভয়েই কর্মসূত্রে কলকাতার বাইরে। এদিকে চিরঞ্জিত চক্রবর্তী অসুস্থ। তবে এর জন্য মন থেকে তাঁরা যে এই প্রতিবাদের সঙ্গে রয়েছেন, এও জানা গিয়েছে। আর্টিস্ট ফোরামের অন্যতম গুরুত্বপূর্ণ পদে থাকা জিৎ থাকছেন কিনা সেটা জানা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.