Advertisement
Advertisement

Breaking News

Rittika Sen

অসুস্থ অভিনেত্রী ঋত্বিকা সেন, চিকিৎসার জন্য যেতে হল হাসপাতালে

কী এমন হল অভিনেত্রীর?

Rittika Sen is not feeling well | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 2, 2023 9:16 pm
  • Updated:April 2, 2023 9:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ অভিনেত্রী ঋত্বিকা সেন (Rittika Sen)। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন একথা। বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। তার জেরেই ডাক্তারের কাছে যেতে হয়।

Rittika Sen

Advertisement

রবিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ঋত্বিকা লেখেন, “আবহাওয়ার পরিবর্তনের জেরে বেশ কিছুদিন ধরেই শরীরটা ঠিক নেই। গত সপ্তাহ থেকেই বুকে কফ রয়েছে, কাশি হচ্ছে, প্রবল ক্লান্তি রয়েছে। হাসপাতালে গিয়ে ডাক্তারকে দেখালাম। বললেন ইনফেকশন হয়েছে।”

[আরও পড়ুন: আম্বানিদের পার্টিতে ‘ঝুমে জো পাঠান…’, মেজাজেই মঞ্চ মাতালেন শাহরুখ ]

এখন কেমন আছেন। তাও এই ইনস্টা স্টোরিতে জানিয়েছেন ঋত্বিকা। অভিনেত্রী বক্তব্য অনুযায়ী, ডাক্তার প্রেসক্রিপশনে প্রয়োজনীয় ওষুধ লিখে দিয়েছেন। সেই ওষুধ খাওয়ার পাশাপাশি বিশ্রামে রয়েছেন ঋত্বিকা। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন বলেও জানান অভিনেত্রী।

Rittika-Sen-Insta-story

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন ঋত্বিকা। ২০১২ সালে ‘১০০% লাভ’ ছবিতে তিনি নায়িকা হিসেবে সফর শুরু করেন। তারপর ‘চ্যালেঞ্জ ২’, ‘বরবাদ’, ‘আর্শিনগর’-এর মতো সিনেমা অভিনয় করেছেন। বাংলার পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন ঋত্বিকা। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা।

[আরও পড়ুন: চাই লাখপতি স্বামী, থাকতে হবে আরও কিছু গুণ, বিয়ের পরিকল্পনা জানালেন শার্লিন চোপড়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement