Advertisement
Advertisement
Ritesh Deshmukh & Genelia D’Souza

একই সঙ্গে সন্তান এল রীতেশ দেশমুখ ও জেনেলিয়ার গর্ভে! অবাক করা ছবি পোস্ট অভিনেতার

৯ বছর প্রেমের পর ২০১২ সালে বিয়ে করেন জেনেলিয়া ও রিতেশ।

Ritesh Deshmukh & Genelia D’Souza Deshmukh to return on screen with Shaad Ali’s Mister Mummy | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 4, 2022 1:59 pm
  • Updated:February 4, 2022 2:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন দেখি কাণ্ড! শুক্রবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে একেবারে চমকে দিলেন অভিনেতা রীতেশ দেশমুখ (Ritesh Deshmukh) ও জেনেলিয়া ডিসুজা। তাও নয়, জেনেলিয়াকে (Genelia D’Souza) মানা গেল, তা বলে রীতেশের এমন অবতার!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। প্রায় ১০ বছর পর ফের জুটি বেঁধে অভিনয় করবেন রীতেশ ও জেনিলিয়া। ছবির নাম ‘মিস্টার মাম্মি’। সোশ্যাল মিডিয়ায় এই ছবির পোস্টারে রীতেশের নতুন অবতার দেখে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। পোস্টারে দেখা গিয়েছে, রীতেশ প্রেগন্যান্ট ! তবে তিনি একা নন. পাশাপাশি অন্তঃস্বত্ত্বা তাঁর স্ত্রী জেনেলিয়াও।

Advertisement

কয়েক বছর ধরেই সমাজের নানা ট্যাবুকে ভেঙে বলিউডে নানা বিষয় নিয়ে ছবি তৈরি হচ্ছে। তা স্পার্ম ডোনারের গল্প ‘ভিকি ডোনার’ হোক কিংবা সমকামী প্রেমের ‘শুভ মঙ্গলম জাদা সাবধান।’ বেশি বয়সে মা হওয়া নিয়ে তৈরি হয়েছে ‘বাধাই হো’ ছবিও। বক্সঅফিসে এই ছবিগুলো দারুণ সাফল্য পাওয়ার সঙ্গে সঙ্গে সমালোচকদের প্রশংসাও কুড়িয়ে নিয়েছে। সেই ট্রেন্ডকে সঙ্গে নিয়েই এবার রীতেশ ও জেনেলিয়ার নতুন ছবি ‘মিস্টার মাম্মি’।

[আরও পড়ুন: ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘কাকাবাবু’র বাংলাদেশ রিলিজে উচ্ছ্বসিত সৃজিত]

জানা গিয়েছে, এই ছবিতে ফুটে উঠবে পুরুষের ‘মাতৃত্বে’র স্বাদের গল্প। যা কিনা বলিউডে এই প্রথম। তবে তা একেবারেই কমেডির ধাঁচে।

নতুন এই ছবির ফার্স্টলুক শেয়ার করে জেনেলিয়া লিখলেন, ‘খুব মজার ছবি। এর আগে বলিউডে এমন ছবি তৈরি হয়নি। একেবারে প্রাণ খুলে হাসার ছবি।’ ছবিটির পরিচালক ‘বান্টি অউর বাবলি’ খ্যাত পরিচালক শাদ আলি।

২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ ছবি থেকে অভিনয় জগতে পা রাখেন রীতেশ ও জেনেলিয়া। সেখান থেকেই বন্ধুত্ব। তারপর টানা ৯ বছরের প্রেম। ২০১২ সালে বিয়ে করেন জেনেলিয়া ও রিতেশ। তাঁদের দুই সন্তান রিয়ান ও রাহিল। ঘর সংসার গুছিয়ে ফের বলিউডের পর্দায় জুটি বাঁধতে চলেছেন রীতেশ ও জেনেলিয়া।

[আরও পড়ুন: মা হওয়ার পর প্রথম ছবি পোস্ট প্রিয়াঙ্কার, অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন অনুভূতি ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub