সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ভালবাসার রোদ জানলা বেয়ে আয়/মন কেমনের রোদ কান্নাকে সাজায়…” মন ভালো করা গানের কথা নিয়ে মুক্তি পেল ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র প্রথম গান। প্রত্যেক মহিলাকে কুর্নিশ জানিয়ে আগামী নারী দিবসেই আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় প্রযোজিত। শনিবার প্রকাশ্যে এল ছবির প্রথম গান ‘কোন গোপনে’।
কোন গোপনে গানটি গেয়েছেন অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। সুর দিয়েছেন পরিচালক-গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়। অভিনেত্রী হিসাবে টলিউডে বেশ পরিচিত মুখ সুরঙ্গনা। অনিন্দ্যর সঙ্গে এর আগেও কাজ করেছেন সুরঙ্গনা। অনিন্দ্যর ‘ওপেনটি বায়োস্কোপ’-এ সুরঙ্গনা অভিনয় করেছেন। তবে, সুরঙ্গনার গানের গলাও দুর্দান্ত। সেটা অবশ্য ‘উমা’ ছবিতে এর আগেই প্রমাণ করে দিয়েছেন সুরঙ্গনা। প্রথমবার অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কম্পোজিশনে গান গেয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী-গায়িকা।
সুরঙ্গনা জানিয়েছেন, “অনিন্দ্যদার প্রতি আমি কৃতজ্ঞ। উনি আমাকে বিশ্বাস করে এত সুন্দর একটা মেলডির গান আমাকে দিয়ে গাইয়েছেন। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র অংশ হতে পারাটাও নেহাত কম গর্বের বিষয় নয় কিন্তু! প্রচলতি ধ্যান-ধারণার বাইরে গিয়ে হাঁটতে সাহসের দরকার হয়। আর সেটাই করে দেখাচ্ছে উইন্ডোজ।”
অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র কেন্দ্রীয় চরিত্রে ঋতাভরী চক্রবর্তী। বিপরীতে তাঁর স্বামীর চরিত্রে সোহম মজুমদার। আদ্যোপান্ত আটপৌরে এক বাঙালি গৃহিনীর চরিত্রে রয়েছেন। যার নাম শবরী। শবরীকে প্রজাপতি ব্রহ্মার দূত বললেও ভুল হবে না। কারণ, সংস্কৃতের অধ্যাপনা ছাড়াও সমাজের চিরাচরিত ধ্যান-ধারণার বাইরে গিয়ে, তিনি একটি গোপন মিশনের যুক্ত। যে কাজে তাঁকে সাহায্য করেন প্রমিলা বাহিনী। এক যৌথ পরিবারের বউ হয়েও কীভাবে এই ‘গোপন মিশন’ তিনি সম্পন্ন করেন? আর সেই মিশনটিই বা কী? সেটাই ছবির ‘সারপ্রাইজ এলিমেন্ট’।
আদতে, ঋতাভরী চক্রবর্তী এই ছবিতে এক মহিলা পুরোহিত। সংস্কৃতের অধ্যপিকা শবরীই পুরোহিতের পিঁড়িতে বসে মন্ত্রোচারণ করে নারী-পুরুষের চার হাত এক করেন। সঙ্গী তাঁর প্রমিলা বাহিনী। মেয়েরা একাই একশো। প্রত্যেক নারীর মধ্যেই তো আসলে দশভূজারূপ বিদ্যমান। ঘরে-বাইরে সবদিক সমান তালে সামলাতে তাঁরা আজ পারদর্শী। তাই প্রত্যেক মহিলাকে কুর্নিশ জানিয়ে আগামী নারী দিবস উপলক্ষে ৬ মার্চ আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় প্রযোজিত ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.