Advertisement
Advertisement

Breaking News

Ritabhari chakraborty

‘বিশৃঙ্খল বিশ্বে তুমিই আমার শান্তি!’ অবশেষে প্রেমে সিলমোহর ঋতাভরীর?

ঋতাভরীর নতুন প্রেমিক কে?

Ritabhari chakraborty shares photo with her special Friend goes viral
Published by: Akash Misra
  • Posted:December 17, 2024 6:27 pm
  • Updated:December 17, 2024 6:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমে আছেন, নাকি প্রেমে নেই! এসব নিয়ে ঋতাভরী চক্রবর্তী মুখে কুলুপ এঁটেছেন। প্রেম নিয়ে কেউ কিছু প্রশ্ন করলেই, এড়িয়েও যান তিনি। কিন্তু যখনই সুযোগ পান, সোশাল মিডিয়ায় প্রিয় মানুষের ছবি টুক করে পোস্ট করতে ভোলেন না। প্রেমকে আড়ালে আবডালে রেখে, ঋতাভরী সেই মানুষকে নিয়ে মনখোলা কথাও লিখে ফেলেন। আর সেই কথার সূত্র ধরেই ফের প্রেমগুঞ্জন!

Advertisement

এই যেমন, আচমকাই ঋতাভরী তাঁর সোশাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করলেন। যেখানে তিনি রয়েছেন প্রিয়মানুষের বাহুডোরে। ক্যাপশনে লিখলেন, ”এই বিশৃঙ্খল বিশ্বে তুমি আমার শান্তি, আমার বাড়ি, আমার প্রিয় বন্ধু ও আমার প্রিয় মানুষ।” অনুরাগীরা এই পোস্ট দেখে ধরেই নিলেন, ঋতাভরী আসলে এভাবেই দিলেন প্রেমে সিলমোহর।

মনোবিদ চিকিৎসক তথাগতর সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জন শোনা গিয়েছিল গত বছরই। জল্পনাকে উসকে দিয়ে চলতি বছরের দিওয়ালিতে প্রথমবার প্রিয় মানুষকে প্রকাশ্যে এনেছিলেন ঋতাভরী।

যাঁর সঙ্গে ছবি পোস্ট করেছেন ঋতাভরী, তিনি শাহরুখ খান ঘনিষ্ঠ বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার সুমিত অরোরা। ‘জওয়ান’ সিনেমার জন্য সংলাপ লিখেও বহুল প্রশংসিত হওয়ার পাশাপাশি পুরস্কারও জিতেছেন।  এর আগে সোশাল মিডিয়ায় সুমিতের পাশে বসা ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, সুমিত অরোরার সঙ্গে কিন্তু ‘জওয়ান’-এর একটি প্রোমোর জন্য কোলাব করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। সেইসময়ে নাকি অভিনেত্রীর লেখনীর প্রশংসা করেছিলেন খোদ বলিউড বাদশা। ‘জওয়ান’ ছবির সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে মাথা খাটিয়ে প্রোমোর জন্য কেতাদুরস্ত ডায়লগ সাজিয়েছিলেন ঋতাভরী।

প্রসঙ্গত, সুমিত অরোরা ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর সংলাপও লিখেছেন। ২০২৩ সাল থেকেই সুমিতের প্রায় সব ছবিতে মিষ্টি মন্তব্যে ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী। সেখানেই লেখককে কখনও ‘বেবি’ বলে সম্বোধন করেছেন কখনও আবার লিখেছেন, ‘তুমিই আমার হিরো।’ এত কিছু প্রকাশ্যে আনলেও, প্রেম নিয়ে খুল্লমখুল্লা কিছু বলছেনই না ঋতাভরী। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub