সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার টলি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর একটি সোশাল মিডিয়া পোস্ট ঘিরে হইচই পড়ে গিয়েছিল টলিপাড়ায়। অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা! তাও আবার বিয়ের আগেই। এমনকী, পোস্টে স্বামীর কথাও উল্লেখ করে ধোঁয়াশা বাড়িয়ে ছিলেন ঋতাভরী। শুক্রবার বেলা বাড়তেই সব ধোঁয়াশা কাটল। নতুন পোস্টে নিজেই সত্যিটা ফাঁস করলেন অভিনেত্রী।
শুক্রবার সোশাল মিডিয়ায় লম্বা একটা পোস্ট দিয়েছেন ঋতাভরী। যেখানে তিনি লিখলেন, ”সবাইকে ধন্যবাদ আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। আমি স্নিগ্ধা। আমি এবং আমার স্বামী ঋতম রায়চৌধুরী সবাইকে জানাচ্ছি আমাদের জীবনে নতুন সদস্য আসছে। আপনাদের সবার আশীর্বাদকাম্য।” গুঞ্জনে ইতি টেনে ঋতাভরী আরও লিখলেন, ”১৫ অক্টোবর ওয়েব সিরিজে পা রাখছি প্রথমবার। এক মায়ের লড়াই। যা কিনা রহস্যঘেরা। এই সিরিজ সায়ন্তনী পুততুন্ডুর বই নন্দিনী থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে। সিরিজের পরিচালক মীর ফলক। আড্ডা টাইমসে দেখা যাবে এই সিরিজ।”
কয়েকমাস আগেই রটে গিয়েছিল প্রেমিক তথাগতর সঙ্গে সম্পর্কে নাকি ভাঙন। কিন্তু পরে এই সম্পর্ক নিয়ে পরিষ্কার কিছু না বললেও, ঋতাভরী জানিয়ে ছিলেন তাঁদের সম্পর্ক একেবারেই রয়েছে মধুর। বিয়ের কোনও ইঙ্গিত তিনি কখনও দেননি। তাই বৃহস্পতিবারের পোস্ট নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল বিনোদন পাড়ায়। এবার নিজেই সেই গুঞ্জনে ইতি দিলেন ঋতাভরী। বুঝিয়ে দিলেন প্রচারের কায়দা তারও জানা রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.