Advertisement
Advertisement

Breaking News

Ritabhari Chakraborty

সবুজ পাতায় শরীর ঢাকলেন ঋতাভরী, ছবি দেখে কী বলছেন নেটিজেনরা?

শান্তির প্রতীক হিসেবেই ছবিগুলি আপলোড করেছেন অভিনেত্রী।

Ritabhari Chakraborty posted hot pictures | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 3, 2023 12:17 pm
  • Updated:May 3, 2023 12:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা অবতারে ক্যামেরার সামনে ধরা দেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। এবার সবুজ পাতার আভরণে নিজেকে ঢাকলেন অভিনেত্রী। সেই ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।

Ritabhari-Chakraborty-1

Advertisement

হাতির মতো মোটা হচ্ছ কেন? চেয়ার ভেঙে যাবে তো! নিজের ভুঁড়িটা দেখেছো! শরীরে একটু মেদ বাড়লেই শুরু হয়ে যায় কটাক্ষ। এই কটাক্ষ শুনতে হয়েছিল ঋতাভরীকেও। অস্ত্রোপচারের পর অভিনেত্রী ওজন বেড়েছিল। তা নিয়ে প্রচুর কুমন্তব্য করা হয়। তবে ঋতাভরী তা মাথা ঘামাবার পাত্রী নন। নিজের শর্তেই বাঁচেন অভিনেত্রী। তাতেই খুঁজে পান শান্তি। সেই শান্তির প্রতীক হিসেবেই ছবিগুলি আপলোড করেছেন তিনি। যা দেখে মুগ্ধ নেটিজেনরা। কেউ অভিনেত্রীকে ‘ন্যাচরাল বিউটি’ বলছেন, কেউ তাঁকে ‘বং ক্যুইন’ আখ্যা দিয়েছেন। 

Ritabhari-Chakraborty-2

[আরও পড়ুন: ‘মেট গালা’য় অপমান! আলিয়া ভাটকে ঐশ্বর্য রাইয়ের নামে ডাকল মার্কিন সাংবাদিক]

বডি শেমিংয়ের বিরুদ্ধে সিনেমার মাধ্যমেও সরব হয়েছেন ঋতাভরী। আগামীতে অরিত্র মুখোপাধ্যায়ের ‘ফাটাফাটি’ (Fatafati) সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উইন্ডোজ প্রোডাকশনের এই ছবিতে বাড়তি ওজনের এক মহিলার চরিত্রে অভিনয় করেছেন ঋতাভরী। তাঁর বিপরীতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়।

Ritabhari Chakraborty and Abir Chakraborty starred 'Fatafati' all Set to release in may| Sangbad Pratidin

এর আগে অরিত্রর পরিচালনাতেই ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে মহিলা পুরোহিতের চরিত্রে অভিনয় করেছিলেন ঋতাভরী। বক্স অফিসে বেশ ভাল ব্যবসা করেছিল ছবিটি। এবারও তেমনটাই আশা করছেন অভিনেত্রীর অনুরাগীরা। ছবিতে ঋতাভরী-আবির ছাড়াও রয়েছেন স্বস্তিকা দত্ত।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

[আরও পড়ুন: OMG! আসানসোলে ‘পাঠান’ শাহরুখ খান! দেখতে ভিড় আট থেকে আশির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement