Advertisement
Advertisement

Breaking News

Ritabhari Chakraborty

টলিপাড়ায় জোর গুঞ্জন, সম্পর্ক ভাঙছে ঋতাভরী ও তথাগতর! সত্যিটা কী?

এই মুহূর্তে ঋতাভরী ব্যস্ত রয়েছেন 'ফাটাফাটি' ছবির প্রচারে।

Ritabhari Chakraborty on her breakup | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 27, 2023 4:39 pm
  • Updated:April 27, 2023 4:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও তাঁর মনোবিদ প্রেমিক তথাগতর সম্পর্কে নাকি ভাঙন! হ্যাঁ, টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এই খবর। কিন্তু এই রটনা কি সত্যি? নাকি বিনোদন জগতের মুচমুচে গুঞ্জন!  এ ব্যাপারে ঋতাভরীকে ফোনে ধরা যায়নি। তবে সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে ঋতাভরীর আপ্ত-সহায়ককে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট জানান, ”ঋতাভরী এখন তাঁর ফাটাফাটি ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন। এসব নিয়ে কোনও কিছুই বলতে চান না। তবে তাঁর সম্পর্ক একেবারেই ঠিক আছে। সম্পর্ক ভাঙার গুঞ্জনে কান না দেওয়াই ভাল। ঋতাভরী এখন শুধু কেরিয়ারেই মন দিতে চান। ”

[আরও পড়ুন: অল্পের জন্য রক্ষা, মা উড়ালপুলের উপর ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচলেন সপ্তর্ষি ও সোহিনী]

প্রসঙ্গত, গত বছর মার্চে ঋতাভরীর (Ritabhari Chakraborty) অস্ত্রোপচার হয়। সেই সময়টা বড্ড কঠিন ছিল অভিনেত্রীর কাছে। মানসিক অবসাদের পর্যায়ে চলে গিয়েছিলেন তিনি। সেই সময় তথাগত সারাক্ষণ তাঁর পাশে ছিলেন বলেই জানান ঋতাভরী। এক সাক্ষাৎকারে ঋতাভরী জানান, কঠিন সময়ে তাঁকে সামলেছেন তথাগত। অল্প সময়েই তাঁরা কাছাকাছি চলে অসেন।

Advertisement

তথাগতর সঙ্গে তিনি সমস্তকিছু শেয়ার করতে পারেন, তাঁর সামনে মেকআপ করে থাকারও প্রয়োজন নেই বলেই জানান অভিনেত্রী। দু’জন একসঙ্গে বসে ঘণ্টার পর ঘণ্টা বই পড়তে পারেন বা বারবার ‘স্টার ওয়ারস’ দেখতে পারেন। ঋতাভরী জানান, অনেকেই দেখা হওয়ার ১০ মিনিটের মধ্যে নিজেকে জাহির করতে থাকেন। কিন্তু তথাগতর মধ্যে সেই বিষয়টি নেই।

জানা গিয়েছে, তথাগতর সঙ্গে এখনও মধুর সম্পর্ক তাঁর। দুই পরিবারের লোকজনেরাও দিব্যি আছেন দুজনকে নিয়ে। তবে আপাতত বিয়ের কোনও প্ল্যানিং নেই। ঋতাভরীর গোটা ফোকাসটাই এখন কেরিয়ারের দিকে।

[আরও পড়ুন: সিনেমার কাজে মুম্বই ছাড়তে ভয় পাচ্ছেন রণবীর কাপুর! কারণ জানলে অবাক হবেন ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement