Advertisement
Advertisement
Ritabhari Chakraborty

‘পুরস্কারের থেকেও বড় আনন্দ’, ‘আইডিয়াল’ স্কুলের মূক-বধির পড়ুয়াদের সাফল্যে গর্বিত ঋতাভরী

কীভাবে হবে 'ফাটাফাটি' সেলিব্রেশন? বিদেশ থেকেই জানালেন অভিনেত্রী।

Ritabhari Chakraborty happy as her Ideal School for the Deaf Students did well in Madhyamik | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 21, 2023 7:23 pm
  • Updated:May 21, 2023 7:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। জীবনের প্রথম বড় পরীক্ষায় কেউ হয়েছে প্রথম, কেউ দ্বিতীয় বা তৃতীয়। কিন্তু কিছু সাফল্য এই পরিমাপে বাঁধা যায় না। কারণ তাতে থাকে প্রতিকূলতা জয় করার শক্তি। এই শক্তি নিয়েই মাধ্যমিক পরীক্ষায় সাফল্য পেয়েছে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) আইডিয়াল স্কুল ফর দ্য ডেফের ছাত্রছাত্রীরা। “এই আনন্দ যে কোনও পুরস্কারের থেকে অনেক বড়”, বিদেশে শুটিংয়ের ফাঁকে এমনটাই জানালেন অভিনেত্রী।

Ritabhari school 1

Advertisement

১৩ বছর ধরে সল্টলেকে আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ চালান ঋতাভরী। তাতেই পড়ত পরমা, আয়েষা, অঙ্কনা, অভিষেক, অর্পণ, রূপঙ্কর, দীপ, তাপসীরা। আইডিয়াল স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়া যেতে পারে। মাধ্যমিকের অনুমোদন এখনও পায়নি এই স্কুল। অগত্যা, অন্য স্কুলেই সকলে পড়তে হয়েছে। আর পাঁচটা সাধারণ ছেলেমেয়েদের সঙ্গেই পাল্লা দিয়েছে বিশেষভাবে সক্ষম (মূক ও বধির) এই পড়ুয়ারা। আর জীবনের প্রথম বড় পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে। ‘অভিভাবক ও আপনজন’ হিসেবে গর্বিত ঋতাভরী শেয়ার করেছেন ছবি। জানিয়েছেন তিনি কতটা আনন্দিত আর গর্বিত।

[আরও পড়ুন: ‘সুচন্দ্রা আর বাড়ি ফিরল না..’, ভেঙে পড়েছেন নায়িকার স্বামী, শোকে পাথর বাবাও]

আপাতত ব্রিটেনে ঋতাভরী। সেখানে অংশুমান প্রত্যুষের ‘আপনজন’ সিনেমার শুটিং করছেন তিনি। সেখান থেকেই সংবাদ প্রতিদিন ডিজিটালকে জানালেন নিজের গর্বের কথা। ছোট থেকে বড় হতে দেখেছেন এই বাচ্চাদের। অঙ্কনা তো অভিনেত্রীর ‘রূপসাগরে’ মিউজিক ভিডিওতেও কাজ করেছে।

অভিনেত্রীর কথায়, “আমার কম বয়সে কোনও সন্তান হলে হয়তো ওদের বয়সই হত। আমি ওদের ফস্টার মাদার। সাধারণ ছেলেমেয়েদের সঙ্গে পড়াশোনা করেই এই সাফল্য পেয়েছে। এ আমার অত্যন্ত গর্বের। এই আনন্দ যে কোনও পুরস্কারের থেকে অনেক বড়।” অভিনেত্রী জানান, নবম ও দশম শ্রেণির অনুমোদনের জন্য চেষ্টা চলছে। তা হয়তো খুব শিগগিরিই হয়ে যাবে। তখন পরমা, আয়েষা, অঙ্কনাদের মতো শিশুরা আইডিয়াল স্কুল ফর দ্য ডেফেই পড়তে পারবে। আর সাইন ল্যাঙ্গুয়েজেই তারা পড়া সহজে বুঝতে পারবে।

আগামী শুক্রবার দেশে ফিরছেন ঋতাভরী। ফিরেই স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা করবেন। কৃতীদের হাতে তুলে দেওয়া হবে আর্থিক পুরস্কার। নন্দনে টানা দশদিন ধরে হাউসফুল ‘ফাটাফাটি’, তার সঙ্গেই সন্তানসম ছাত্রছাত্রীদের মাধ্যমিকের সাফল্য। জোড়া সেলিব্রেশন হবে। জানালেন অভিনেত্রী।

[আরও পড়ুন: গেছো মেয়ে! জামরুল পাড়তে গিয়ে দিব্যি রেলিংয়ে উঠে পড়লেন মিমি চক্রবর্তী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement