Advertisement
Advertisement

Breaking News

ritabhari chakraborty

অন্তঃসত্ত্বা ঋতাভরী চক্রবর্তী! অভিনেত্রীর পোস্ট ঘিরে টলিপাড়া তোলপাড়

ঋতাভরী স্পিকটি নট।

Ritabhari chakraborty facebook post goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 21, 2023 6:19 pm
  • Updated:September 21, 2023 6:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সন্ধে নাগাদ হঠাৎ করেই টলিপাড়ার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর ফেসবুক পোস্ট ঘিরে নেটপাড়ায় উত্তেজনা। নেটিজেনরা তো ভেবেই পাচ্ছেন না এমনটা হল কী করে। ঋতাভরীর সঙ্গে যোগাযোগ করা হলে তার তরফ থেকে কোনও উত্তর নেই।

তা কী পোস্ট করেছেন ঋতাভরী?

Advertisement

ফেসবুকে ঋতাভরী লিখলেন, ”আমি আর আমার স্বামী খুব খুশি। আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ চাই।”

 

[আরও পড়ুন: বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী মুম্বই কাঁপাচ্ছেন! চেনেন পত্রালিকে?]

কয়েকমাস আগেই রটে গিয়েছিল প্রেমিক তথাগতর সঙ্গে সম্পর্কে নাকি ভাঙন। কিন্তু পরে এই সম্পর্ক নিয়ে পরিষ্কার কিছু না বললেও, ঋতাভরী জানিয়ে ছিলেন তাঁদের সম্পর্ক একেবারেই রয়েছে মধুর। বিয়ের কোনও ইঙ্গিত তিনি কখনও দেননি।  তবে হঠাৎ করে এমন পোস্ট কেন নায়িকার তা নিয়ে গুঞ্জন তুঙ্গে। সত্যিই কি অন্তঃসত্ত্বা? নাকি প্রোফাইল হ্যাক! কোনও নতুন ছবির প্রচার নয় তো! এ ব্যাপারে ঋতাভরী স্পিকটি নট।

[আরও পড়ুন: আদিপুরুষ’-এ হয়েছিলেন রাবণের মন্দোদরী, এবার মালদ্বীপের মাদকতায় লাস্যময়ী সোনল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement