Advertisement
Advertisement

সুস্থ আছেন ঋষি? ক্যানসার নিয়ে নীতুর ইনস্টাগ্রাম পোস্টে জল্পনা

চিকিৎসার জন্য আপাতত বিদেশেই রয়েছেন ঋষি কাপুর৷

Rishi treated for cancer in New York?
Published by: Sayani Sen
  • Posted:January 1, 2019 7:39 pm
  • Updated:January 1, 2019 8:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত কয়েকমাস ধরে মার্কিন মুলুকে চিকিৎসাধীন ঋষি কাপুর৷ তবে ঠিক কী হয়েছে এই বর্ষীয়ান অভিনেতার? ইরফান খান, সোনালি বেন্দ্রে, নাফিসা আলির পর এবার নাকি ঋষি কাপুরের শরীরেও থাবা বসিয়েছে কর্কট রোগ? ঋষি কাপুরের শারীরিক অসুস্থতা নিয়ে চলছে কানাঘুষো৷ সেই আলোচনার আগুনে ঘি ঢাললেন নীতু কাপুর৷ তাঁর সাম্প্রতিক পোস্ট ঘিরে চলছে জোর জল্পনা৷ যদিও এ বিষয়ে মুখে কুলপ এঁটেছে গোটা কাপুর খানদান৷ 

নতুন বছরের সেলিব্রেশনে মেতেছেন ঋষি কাপুরের পরিজনেরা৷ মার্কিন মুলুকে হাজির গোটা কাপুর পরিবার৷ আর সেখানে হাজির ছিলেন আলিয়া ভাটও৷ একসঙ্গে সকলের ছবি পোস্ট করেছেন নীতু কাপুর৷ ছবির ক্যাপশন নিয়েই চলছে জোর জল্পনা৷ কিন্তু ঠিক কী লিখেছেন তিনি?

Advertisement

[বর্ষশেষে সোনালির টুইট চোখে জল আনল নেটিজেনদের]

নীতু কাপুর লিখেছেন, ‘‘কোনও রেজোলিউশন নেই এই বছরে৷ আমি চাই দূষণের মাত্রা কম হোক৷ আশা করি পরবর্তী সময়ে ক্যানসার শুধুমাত্র রাশির চিহ্ন হিসেবেই থাকুক৷ হিংসা নয়, দারিদ্র্য নয়৷ থাকুক প্রচুর ভালবাসা আর খুশি৷ সঙ্গে জরুরি সুস্বাস্থ্য৷’’

[#MeToo নিয়ে মুখ খুলে সমালোচনার শিকার রানি, কিন্তু কেন?]

নীতুর ছবির ক্যাপশনে থাকা ‘ক্যানসার’ শব্দ নিয়েই কথাবার্তা চলছে৷ অনেকেই বলছেন, ঋষি কাপুর নাকি ক্যানসারের থার্ড স্টেজে রয়েছেন৷ তাই নাকি বছরের শুরুতে এমন পোস্ট করেছেন ঋষি ঘরনি৷ আলোচনা চললেও, ঋষি কাপুরের অসুস্থতা এবং নীতুর ছবির ক্যাপশনের ‘ক্যানসার’ শব্দটি নিয়ে নীরব কাপুর খানদান৷

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Love you @priyankachopra love you @iamsonalibendre love you @srishtibehlarya Goldie !!!!wonderful beautiful pple ❤️😍

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement