Advertisement
Advertisement

Breaking News

Rishi Kaushik

নতুন কাজের খবর দিতেই ঋষি কৌশিকের ‘ডিভোর্স গিমিক’? জল্পনা তুঙ্গে, শুনলেন খোঁটাও!

বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দেওয়ার পর কোন খবর দিলেন অভিনেতা?

Rishi Kaushik's new video on work update amid divorce rumors
Published by: Sandipta Bhanja
  • Posted:July 28, 2024 6:47 pm
  • Updated:July 28, 2024 6:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক ধরেই ঋষি কৌশিকের (Rishi Kaushik) ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে সোশাল পাড়ায় চর্চা নিরন্তর। ফেসবুক লাইভে অভিনেতার বিস্ফোরক মন্তব্য এবং ছবির ক্যাপশন দেখে অনুরাগীরাও হতভম্ব হয়ে গিয়েছিলেন। আবার টলিপাড়ার অন্দরমহল সূত্রেই জানা গিয়েছিল, অভিনেত্রী দেবযানীর সঙ্গে নাকি ঋষি কৌশিক আর একছাদের তলায় থাকছেন না! তারকাদম্পতি বিয়ে ভাঙনের মুখে। যিশু-নীলাঞ্জনার বিবাহ বিচ্ছেদের জল্পনার মাঝেই ঋষির দাম্পত্য যন্ত্রণার খবর দাবানল গতিতে ছড়িয়ে পড়ে। গত এক সপ্তাহ ধরেই অভিনেতার সোশাল মিডিয়ায় মনখারাপ করা পোস্টের ভিড়! আর সেই দাম্পত্য ফাটলের গুঞ্জনের মাঝেই রবিবার অনুরাগীদের সুখবর দিলেন ঋষি কৌশিক।

বেশ উচ্ছ্বসিত কণ্ঠেই অভিনেতা জানালেন, খুব শিগগিরি তাঁর একটি কাজ আসছে। একটি ভিডিও পোস্ট করে ঋষিকে বলতে শোনা যায়, “আশা করি, তোমরা খুব ভালো আছ। আমি খুব ভালো আছি। খুব শীঘ্রই আসতে চলেছে আমার নতুন কাজ। তোমরা সকলে আমার জন্য প্রার্থনা করো। কাজটা কী এবং কাজটা কোথায় ও কবে আসছে, সেটা পরে বিশদে জানাব।” আর সেই ভিডিও দেখেই নেটিজেনদের প্রশ্নের মুখে পড়েছেন অভিনেতা। অনুরাগীদের একাংশের প্রশ্ন, তাহলে কি এই নতুন কাজের খবর দিতেই দিন কয়েক আগের ইঙ্গিতপূর্ণ পোস্টগুলো তিনি করেছেন? কারণ, সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলেও ‘ব্যক্তিগত বিষয়’ বলে মুখ খুলতে চাননি ঋষি কৌশিক। শুধু তাই নয়, সাম্প্রতিক ফেসবুক লাইভে তিনি কারও নাম না নিয়েই ১২ বছরের এক দাম্পত্য যন্ত্রণার কথা বলেছিলেন। যদিও তাঁদের বিয়ের বয়সও বারো। তবে এই নতুন কাজের আপডেটের ভিডিও আসতেই অভিনেতা প্রশ্নের মুখে।

Advertisement

Rishi Kaushik shares conjugal pain in social media, getting divorce?

[আরও পড়ুন: মোদিকে শাহরুখের সঙ্গে তুলনা রণবীর কাপুরের, কী মিল পেলেন প্রধানমন্ত্রী আর বাদশার মধ্যে?]

দাম্পত্য দূরত্ব বা স্ত্রীয়ের কাছে মানসিক নির্যাতন হওয়ার যে কাহিনি ঋষি সেদিন শুনিয়েছিলেন, সবটাই কি একটা প্রচার কৌশল? কৌতূহলী অনুরাগীরা। সম্প্রতি ফেসবুক লাইভে এসে প্রথমেই ঋষি বলেছিলেন, “আমি সোশাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নই। কিন্তু আজ একটা গল্প বলার জন্যই এলাম।” তার পর নাম উহ্য রেখেই এক দম্পতির পথচলার গল্প শেয়ার করেন অভিনেতা। ঋষি কৌশিক যে গল্প বলেন, তার সারমর্ম করলে দাঁড়ায়, “বিয়ের আগেই মেয়েটির বিপরীতধর্মী জীবনযাপনের আভাস পায় ছেলেটি। তবে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় যে, বিয়ের পর পরিস্থিতি বদলে যাবে। কিন্তু হিতে বিপরীত হয় পরিস্থিতি। বদলানো তো দূরঅস্ত ঋষির কথায়, মেয়েটি আরও বেপরোয়া হয়ে ওঠে। এবং ক্রমাগত ছেলেটির জীবনে সর্বত্র নাক গলাতে শুরু করে। জীবনে যখন অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় তখন, ছেলেটি বোঝায়, যে তাঁর পক্ষে আর থাকা সম্ভব হচ্ছে না এভাবে।” এবং একথা বলার পরই অভিনেতা আরও মারাত্মক অভিযোগ তোলেন যে, “মেয়েটিকে সুস্থ পথে বিচ্ছেদের কথা জানালেই সে নাকি থানা-পুলিশ এবং বড় কর্তাদের ভয় দেখায়।” এমতাবস্থায় ঋষি কৌশিক অনুরাগীদের থেকে জানতে চেয়েছেন, “ছেলেটির কী করা উচিত?” ‘এই করুণ দাম্পত্য কাহিনি কি অভিনেতার নিজের?’, তাঁর ফেসবুক লাইভের কমেন্ট বক্সে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন অনেকে। সত্যিই কি এটা ঋষি কৌশিকের ‘পাবলিসিটি স্টান্ট’? সেই উত্তর লুকিয়ে ভবিষ্যতের গর্ভেই।

[আরও পড়ুন: ‘এটাই বিয়ের পোশাক হতে পারত’, অলিম্পিকে ভারতীয় পোশাক বিতর্কের মাঝেই ‘ফোড়ন’ তাপসীর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement