Advertisement
Advertisement

Breaking News

Rishi Kaushik

বিয়ে ভাঙছে ঋষি কৌশিকের! ‘পুরুষদেরও কষ্ট হয়’, ফেসবুক লাইভে দাম্পত্য যন্ত্রণার কথা

যীশু-নীলাঞ্জনার পর টলিপাড়ায় আবারও সম্পর্কের ভাঙনের সুর!

Rishi Kaushik shares conjugal pain in social media, getting divorce?
Published by: Sandipta Bhanja
  • Posted:July 25, 2024 8:20 pm
  • Updated:July 25, 2024 9:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পৃথিবীর সমস্ত কষ্ট কি শুধু মেয়েদেরই হয়? পুরুষদেরও কষ্ট হয়…’, ফেসবুক লাইভে এসে জানালেন ঋষি কৌশিক। মাত্র একদিন আগেই সোশাল মিডিয়ায় ইঙ্গিতবাহী পোস্ট করেছিলেন তিনি। লিখেছিলেন, “মেরুদণ্ডহীন, আত্মসম্মানহীন, লোভী এবং আপাদমস্তক ভুল মানুষের সঙ্গে পথ চলার চেয়ে সারাজীবন একলা চলা অত্যন্ত সুখ, শান্তি এবং সম্মানের।” সেই থেকেই ঋষি কৌশিকের বিয়ে ভাঙার জল্পনা। আর বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে তিনি যা বললেন, তাতে অনুরাগীরাও স্তম্ভিত! 

প্রথমেই ঋষি বলেন, “আমি সোশাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নই। কিন্তু আজ একটা গল্প বলার জন্যই এলাম।” নাম উহ্য রেখেই এক দম্পতির পথচলার গল্প শেয়ার করলেন অভিনেতা। ঋষি কৌশিক যে গল্প বললেন, তার সারমর্ম করলে দাঁড়ায়, “বিয়ের আগেই মেয়েটির বিপরীতধর্মী জীবনযাপনের আভাস পায় ছেলেটি। তবে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় যে, বিয়ের পর পরিস্থিতি বদলে যাবে। কিন্তু হিতে বিপরীত হয় পরিস্থিতি। বদলানো তো দূরঅস্ত ঋষির কথায়, মেয়েটি আরও বেপরোয়া হয়ে ওঠে। এবং ক্রমাগত ছেলেটির জীবনে সর্বত্র নাক গলাতে শুরু করে। জীবনে যখন অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় তখন, ছেলেটি বোঝায়, যে তাঁর পক্ষে আর থাকা সম্ভব হচ্ছে না এভাবে।” এবং একথা বলার পরই অভিনেতা আরও মারাত্মক অভিযোগ তোলেন যে, “মেয়েটিকে সুস্থ পথে বিচ্ছেদের কথা জানালেই সে নাকি থানা-পুলিশ এবং বড় কর্তাদের ভয় দেখায়।” এমতাবস্থায় ঋষি কৌশিক অনুরাগীদের থেকে জানতে চেয়েছেন, “ছেলেটির কী করা উচিত?” শুধু তাই নয়, তারকাদম্পতি আর একছাদের তলাতেও থাকছেন না। 

Advertisement

‘এই করুণ দাম্পত্য কাহিনি কি অভিনেতার নিজের?’, ঋষি ফেসবুক লাইভের কমেন্ট বক্সে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অনেকে। এবার উল্লেখ্য, অভিনেতা তাঁর মন্তব্যে ১২ বছর কিংবা একযুগ ধরে এই দাম্পত্য যন্ত্রণা সহ্য করার কথা জানিয়েছেন। আর ঋষি কৌশিকের বিয়ের বয়সও কিন্তু ১২ বছর। ২০১২ সালের নভেম্বর মাসে দেবযানীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। এবং তাঁর স্ত্রী অভিনয়জগতে এলেও প্রথমে অন্য পেশায় নিযুক্ত ছিলেন। ফেসবুকে লাইভে সেই ‘মেয়েটি’ প্রসঙ্গে বলতে গিয়ে একথাও উল্লেখ করেন অভিনেতা। যীশু-নীলাঞ্জনার বিয়ে ভাঙার খবরের মাঝে আবারও টলিপাড়ায় আবারও বিচ্ছেদের সুর! কয়েকদিন আগে স্ত্রী দেবযানীর সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছিলেন, “বিষাক্ত মানুষদের বাদে পৃথিবী খুব সুন্দর।” তিনি কি দেবযানীর দিকেই সেই ইঙ্গিত করেছিলেন। বৃহস্পতিবারের ফেসবুক লাইভের পর তা আরও ভাবিয়ে তুলেছে ভক্তদের।

[আরও পড়ুন: ‘পরিচালক নয়, অন্য কোনও পদে কাজ করুক রাহুল’, সম্মিলিত মত ডিরেক্টর্স গিল্ডের]

মূলত টেলিভিশনের পর্দায় দেখা যায় ঋষি কৌশিককে। এই মুহূর্তে ‘ঝনক’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে অঙ্কুশ হাজরার ‘মির্জ়া’-তে। কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’-তে মুজিবুর রহমানের চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তাঁর মতো সুদর্শন অভিনেতার বিয়ে হওয়ার খবরে বারো বছর আগে তরুণীদের মন ভেঙে গিয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement